প্রকাশনার কাজটা এখন অনেকখানিই সহজ কম্পিউটারের কারণে। পত্রপত্রিকা বা বইয়ের অক্ষর, পৃষ্ঠাসজ্জা, ছবি বসানো সবই করা যায় কম্পিউটারের মাধ্যমে। এক টেবিলে বসে প্রকাশনার সব কাজ করার এ ব্যাপারটাকে বলে ডেস্কটপ পাবলিশিং বা ডিটিপি। উন্নুক্ত প্রোগ্রামিং সংকেতভিত্তিক মুক্ত সফটওয়্যারগুলোর মধ্যেও ডিটিপি সফটওয়্যার আছে। এ রকম একটি সফটওয়্যার হলো স্ক্রাইবাস। এটি জিপিএলের (জিএনইউ জেনারেল লাইসেন্স) আওতায় থাকার ফলে যে কেউ এটি বিনামূল্যে ব্যবহার করতে পারবে। এটি খুব সহজভাবে ব্যবহার করা যায়। আলাদা রকমের কোনো দক্ষতা ছাড়াই যে কেউ এটি ব্যবহার করতে পারে। এতে কাজের নমুনা দেখার (প্রিভিউ) ব্যবস্থাও বেশ চমৎকারভাবে রয়েছে। কোনো পৃষ্ঠায় কোনো রঙের সমস্যা থাকলে তা আগেই কম্পিউটারের পর্দায় দেখা যাবে। এটি *.tif এবং *.psd ফাইল সমর্থন করে। এ ছাড়া এটি লেয়ারস, ব্লেন্ড, ডুয়ো, ট্রাই এবং কোয়াডটোন পিএসডি ফাইল সমর্থন করে। স্টাইল ম্যানেজার দিয়ে প্যারাগ্রাফ, অক্ষর, লেখচিত্র, লাইন ইত্যাদি বিভিন্নভাবে সাজানো যায়।এ সফটওয়্যারের লে-আউট ইঞ্জিন দিয়ে লে-আউটে বিভিন্ন সুক্ষ্ম কাজ করা যায়। প্রি-প্রেস বৈশিষ্ট্যের মাধ্যমে রেজিস্ট্রেশন মার্ক, কর্প মার্ক, ক্যালিব্রেশন বার, ডকুমেন্ট মেটা ইনফো ইত্যাদি সহজেই পরিবর্তন করা যায়। এটি বিটম্যাপ এবং ভেকটর ঘরানার ফাইলও তৈরি করতে পারে। সফটওয়্যারটি বিনামূল্যে www.scribus.net ওয়েবসাইট থেকে সংগ্রহ করা যাবে।