অনলাইনে হ্যাকারদের আক্রমণ পৃথিবীর বিভিন্ন দেশে কম বেশি হয়ে থাকলেও সম্প্রতি প্রকাশিত এক রিপোর্ট দেখা গেছে, চীন দেশের কম্পিউটার ব্যবহারকারীরা এক্ষেত্রে অধিক নিরাপত্তাহীন। মাইক্রোসফটের নিরাপত্তা সংশ্লিষ্ট জরিপে এই তথ্য প্রদান করে বলা হয়েছে, অনলাইন ভিত্তিক অপরাধীরা দুর্বল প্রতিরোধসম্পন্ন চীনা ভাষা সম্বলিত প্রোগ্রাম সমূহকে আক্রমণের ক্ষেত্রে প্রাধান্য দিয়ে থাকে। বিশেষ করে ওয়েব ব্রাউজার অ্যাপ্লিকেশন সমূহে আক্রমণের আশংকা ব্যক্ত করে মাইক্রোসফট মেলওয়্যার প্রটেকশন সেন্টারের জেনারেল ম্যানেজার ভিন্নি গুলোটা বলেন, ‘চীনা ভাষায় নির্মিত বেশ কিছু সফটওয়্যারের নিরাপত্তা ব্যবস্থার দুর্বলতার সুযোগে সাইবার আক্রমণের ক্ষেত্রে চীনের কম্পিউটার ব্যবহারকারীরা অধিকতর নিরাপত্তাহীনতার মধ্যে রয়েছে।’ চীনে কম্পিউটার ব্যবহারকারীর সংখ্যা বৃদ্ধির পাশাপাশি ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যাও বৃদ্ধি পেয়ে চলেছে দ্রুতগতিতে। আর এক্ষেত্রে ব্যবহারযোগ্য সফটওয়্যার সমূহের মধ্যে ইংরেজি ভাষা ব্যবহৃত সফটওয়্যারের সংখ্যা ২৩ শতাংশ এবং চীনা ভাষায় প্রণীত সফটওয়্যারের সংখ্যা ৪৭ শতাংশ যার মধ্যে নিরাপত্তা সম্বলিত অপশনের অভাব পরিলক্ষিত হয়। ফলে অনলাইন নির্ভর অপরাধীরাদের আক্রমণের ক্ষেত্রে প্রথম পছন্দ হিসেবে চীনের কম্পিউটার ব্যবহারকারীরা হামলার শিকার হয়ে চলেছে। চীনের বিভিন্ন ওয়েব ব্রাউজার ব্যবহারের মাধ্যমে অনেক ব্যবহারকারীই সাইবার আক্রমণের মুখে পড়েছে তাদের অজান্তেই এবং এই সকল ওয়েব অ্যাপ্লিকেশনসমূহ ব্যবহারের সময় তাদের কম্পিউটারের বিভিন্ন ডাটাসমূহের তথ্য চুরির আশংকা রয়েছে বলে নিরাপত্তা বিষয়ক জরিপে জানানো হয়েছে। ফলে তথ্যের নিরাপত্তা বজায় রাখতে পাইরেটেড সফটওয়্যার এবং অপারেটিং সিস্টেমের বিকল্প হিসেবে লাইসেন্সকৃত সফটওয়্যার এবং অপারেটিং সিস্টেম ব্যবহারের উপর জোর দেওয়া হয়েছে।