উন্নত বিশ্বে কর্মব্যস্ত মানুষদের কল্যানে জাপানে তৈরি হয়েছে এক বিশেষ ধরনের রোবট। এই রোবটটি কর্মব্যস্ত মানুষের ব্যস্ততার সময়ে তাদের শিশুদের সঙ্গ প্রদান করতে সক্ষম। বিভিন্ন দেশে কর্মব্যস্ত মানুষেরা তাদের কাজের সময় শিশুদের ডে-কেয়ার সেন্টারে রেখে যায় বেবিসিডারের তত্ত্বাবধানে। এই বেবিসিটারের ভূমিকায় এবার দেখা যাবে রোবট। জাপানের তৈরিকৃত এই বেবিসিটার রোবটটি মাত্র ১.৪ মিটার আকার সমৃদ্ধ। জাপানের ফুকুওকা শহরে প্রদর্শিত এই রোবটটি শিশুদের জন্য বিশেষভাবে তৈরি করা হয়েছে। ফলে রোবটটির বেশকিছু কাজ বিশেষ করে শিশুদের নিকট বেবিসিডারের ন্যায় সকল ধরনের কাজ করতে সক্ষম। আকারে ছোট হলেও এই রোবটের মধ্যে কিছু স্পেশাল কোড সন্নিবেশিত করার মাধ্যমে এটি শিশুদের নাম এবং বয়স মনে রাখতে পারবে এবং তাদের সাথে কথা বলতে পারবে। সেই সাথে শিশুদের চাহিদানুযায়ী বিভিন্ন ধরনের খেলা খেলতে পারবে এই রোবটটি। জাপানে দিন দিনই বৃদ্ধি পাওয়া কর্মব্যস্ত মানুষের কল্যাণে এই রোবটটি বিশেষভাবে গুরুত্ব অর্জন করতে সক্ষম হবে বলে আশা প্রকাশ করছে জাপানের বৃহৎ রিটেইলার এয়ন কো। তিনি জানান, এই রোবটটি বিশেষভাবে শিশুদের জন্য তৈরি করা হয়েছে বিধায় এটি শিশুদের সকল ধরনের চাহিদা পূরণে সক্ষম। ফলে যেসকল অভিভাবক তাদের সময়ের অভাবে শিশুদের বেবিসিটারের নিকট নিয়ে যেতে ব্যর্থ হয় তাদের জন্য এই রোবটটি ঘরে বেবিসিটারের ভূমিকা পালন করতে সক্ষম হবে। ফলে প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে উন্নত বিশ্বের জনগণ নিশ্চিন্তে তাদের সন্তানদের ঘরে রেখে যেতে পারবে এবং তাদের অর্থের সাশ্রয় ঘটাতে সক্ষম হবে।