চলতি বছরের প্রথম দিনে তৃতীয় বর্ষে পা রেখেছে অনলাইন অভিধান। এ সাইটে এখন ১৫ লাখেরও বেশি শব্দের অর্থ খোঁজা হয়েছে। বর্তমানে প্রতিদিন প্রায় চার হাজার শব্দের অর্থ খোঁজা হয় এতে। এ সাইটে ইংরেজি-ইংরেজি, ইংরেজি-বাংলা, বাংলা-বাংলা, বাংলা-ইংরেজি শব্দার্থ জানা যায়। সাইটটির ঠিকানা: http://www.ovidhan.org.