ইন্টারনেটের জয়যাত্রায় এবার যুক্ত হচ্ছে টেলিভিশন। জাপানীজ জায়ান্ট প্যানাসনিক খুব শিগগিরই চালু করতে যাচ্ছে ইন্টারনেট ভিত্তিক প্লাজমা টেলিভিশন। যা আগামী বসন্তে সর্বপ্রথম মুক্তি পাবে উত্তর আমেরিকায়। সেখানকার ইউজারগণ গুগল ভিত্তিক ওয়েব অ্যালবাম থেকে ভিডিও এবং ছবি ব্রাউজ করতে পারবেন। প্যানাসনিক টিভির নির্মাতা মাতসুশিতা ইলেক্ট্রিক ইন্ডাস্ট্রিয়াল কর্পোরেশন জানিয়েছে, এই প্রথমবারের মতো ভোক্তারা শোবার ঘর থেকে টিভির মাধ্যমে ইউটিউবের ভিডিও উপভোগ করতে পারবেন। এদিকে বসে নেই প্যানাসনিকের প্রতিদ্বন্দ্বি সনি কর্পোরেশনও। তারাও আগামী বসন্তে নতুন টেলিভিশন অফার প্রদান করবে। যার মাধ্যমে প্রোভাইডারদের কাছ থেকে ফ্রি ইন্টারনেট ভিডিও কনটেন্ট গ্রহণ করা সম্ভব হবে। প্রোভাইডারদের মধ্যে রয়েছে এওএল, ইয়াহু, সনি পিকচার এন্টারটেইনমেন্ট এবং সনি বিএমজি মিউজিক। এই টিভির মাধ্যমে হাইডেফিনেশন কনটেন্ট সহ ভিডিও ব্রডব্যান্ডের স্ট্রিমিং গ্রহণ করা যাবে বলে জানিয়েছে সনি। আর এই দুটি ঘোষণাই এসেছে সম্প্রতি লাস ভেগাসে অনুষ্ঠিত কনজ্যুমার ইলেক্ট্রনিক্স শোতে। সনি পিকচার টেলিভিশন আরো ঘোষণা দিয়েছে যে তারা তাদের কিছু কনটেন্ট ইউটিউবে দেবে বিজ্ঞাপন সহায়ক কয়েকটি চ্যানেলের মাধ্যমে।