শেয়ারবাজারের বিভিন্ন তথ্য ও উপাত্ত নিয়ে ইন্টারনেটে প্রকাশিত হয়েছে স্টক বাংলাদেশ নামের ওয়েবসাইট। গবেষণা ও বিনিয়োগ পরিস্িথতি বোঝার জন্য এই সাইটে (www.stockBangladesh.com) সব তথ্য রয়েছে। এতে কারিগরিভাবে বাজারের তথ্য বিশ্লেষণ (টেকনিক্যাল অ্যানালাইসিস) করা হয়। কারিগরি বিশ্লেষণ হলো বিগত দিনের তথ্য নিয়ে বিভিন্ন সমীকরণের মাধ্যমে একটি শেয়ারের সম্ভাব্য ভবিষ্যৎ গতি-প্রকৃতি নির্ধারণ করা। প্রতিদিনের লেখচিত্র এবং অন্যান্য লেখচিত্র এটি দিয়ে করা যায়। লেনদেন চলার সময়ও সর্বশেষ মূল্যও খুব সহজে দেখা যায় এতে। এ সাইটে আরও যেসব সেবা রয়েছে সেসব হলো: রিকমেন্ডেশন: এ সাইটের শেয়ার বিশ্লেষকেরা প্রতিদিন কিছু শেয়ার সুপারিশ করে থাকেন। তাঁদের এই সুপারিশ মিলে গেলে কিছু পয়েন্ট পান তাঁরা, আর ভুল হলে পয়েন্ট হারান। ফলে কোন সদস্যের সুপারিশ কতটা গুরুত্বপূর্ণ তা তাঁদের পয়েন্ট দেখলেই বোঝা যায়। ফোরাম: সাইটের সদস্যরা বিভিন্ন বিষয়ে তাঁদের নিজেদের মধ্যে আলাপ -আলোচনা করেন ফোরামের মাধ্যমে। ডাউনলোড: শেষ ছয় মাসের তথ্য এ সাইট থেকে নামানো (ডাউনলোড) যায়।পোর্টফোলিও: একজন সদস্য তাঁর সব শেয়ারের হিসাব-নিকাশ এবং বাজার পর্যবেক্ষণ করতে পারেন এই পোর্টফোলিওর মাধ্যমে। প্রতিদিন ই-মেইলের মাধ্যমে সদস্যদের সব শেয়ারের সর্বশেষ তথ্য নিয়ে একটি প্রতিবেদন পাঠানো হয়। এই সাইটটিতে বিনামূল্যে সদস্য হওয়া যায়।



