বশ কিছুদিন পূর্বেও ওয়েব ব্রাউজার হিসেবে ব্যবহারকারীদের নিকট ‘নেটস্কেপ নেভিগেটর’ বিশ্বস্ততার প্রতীক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে সক্ষম হয়েছিল। বর্তমানে ইন্টারনেট দুনিয়াতে অনেক ইন্টারনেট ব্রাউজারের ভিড়ে দিন দিনই জনপ্রিয়তা হারাতে বসেছিল ‘নেটস্কেপ নেভিগেটর’। মূলত ’৯০ দশকের কার্যক্রম শুরু করা এই ইন্টারনেট ব্রাউজার ‘নেটস্কেপ নেভিগেটর’ ব্যবহারকারীদের তুমুল জনপ্রিয়তা অর্জন করেছিল। কিন্তু বর্তমান বিশ্বে ধীরে ধীরে এটির জনপ্রিয়তা হ্রাস পেতে থাকে। কেননা, বর্তমান বিশ্বের বেশিরভাগ ইন্টারনেট ব্যবহারকারী ইন্টারনেট এক্সপ্লেরার ও মজিলা ফায়ার ফক্স ব্যবহার করে থাকে। ফলে প্রতিযোগিতার বাজারে ক্রমান্বয়ে কমতে থাকে ‘নেটস্কেপ নেভিগেটর’ এর চাহিদা। এরই ধারাবাহিকতায় নেটস্কেপ কর্পোরেশন তাদের ব্যবসা গুটিয়ে নেবার ঘোষণা দিয়েছে। ফলে ব্যবহারকারীরা এখন থেকে ‘নেটস্কেপ নেভিগেটর’কে তাদের শুধুমাত্র স্মৃতিতে ধারণ করে রাখবে।