কিছু দিনের মধ্যে এমন এক প্রযুক্তির উদ্ভাবন হতে চলেছে যার মাধ্যমে আপনার পরিধেয় পোশাক হতে শক্তি উৎপন্নের মাধ্যমে ব্যবহারকৃত ইলেকট্রোনিক্স যন্ত্রাদি চার্জ করা সম্ভব হবে। প্রাথমিক অবস্থায় গবেষকরা এমন এক ধরনের প্রযুক্তি আবিষ্কার করেছেন যার মাধ্যমে বিশ্ব জুড়ে বহুল ব্যবহৃত আইপড চার্জ করা সম্ভব হবে। গবেষকদের গবেষণালব্ধ তথ্যে জানা যায়, এই ইলেকট্রিসিটি জোস্টলিং ফাইবার-এর মাধ্যমে ক্ষুদ্রাকৃত্রি তারের সমন্বয়ে শার্টের অভ্যান্তরে থাকার মাধ্যমে স্বল্পপরিমানে বিদ্যুত উৎপাদন করতে সক্ষম হবে যার মাধ্যমে আপনার আইপড চার্জ করা সম্ভব। এই গবেষণায় জর্জিয়া ইনস্টিটিউট অব টেকনোলজি এর গবেষক জমলিং ওয়ান এবং তার সহকর্মীরা জিংক অক্সাইডের সমন্বয়ে স্বতন্ত্র ফাইবার ন্যানোওয়ার্ড তৈরি করতে সক্ষম হয়েছে। যা ৫০ ন্যানোমিটার ডায়ামিটার সমৃদ্ধ এবং এর আকার একজন মানুষের চুলের ১৮’শ গুণ ছোট। এই ফাইবারগুলোই সোনার প্রলেপ সমৃদ্ধ যার মাধ্যমে একটি ফাইবার থেকে অন্য ফাইবারে বিকর্ষণের মাধ্যমে বিদ্যুত উৎপন্ন হয়ে থাকে এবং সাকিট এর মাধ্যমে তা পরিচালনা করা হয়। যদিও এর মাধ্যমে উৎপন্ন শক্তিসমূহ সাধারণ বিদ্যুৎ শক্তি উৎপন্ন করতে পারে না। এই গবেষণার ফলাফল সম্বন্ধে আশাবাদী বিশ্বখ্যাত হাভার্ড বিশ্ববিদ্যালয়ের গবেষক যিনি ন্যানোটেক পাওয়ার উৎপন্ন গবেষণায় লিপ্ত এবং ওয়াঙ্কস এর প্রজেক্টে অন্তর্ভূক্ত রয়েছেন। তার মতে, ‘এই গবেষণা বিজ্ঞানকে উল্লেখযোগ্য অগ্রগতি সাধিত করবে।’ এই পাওয়ার শার্টটি জিঙ্ক অক্সাইড সংমিশ্রণে তৈরি বিধায় এটি এখান পর্যন্ত সত্যিকার অর্থে ওয়াটার প্রুফ সক্ষমতা অর্জন করেনি। জর্জিয়া টেকনোলজি টিমের গবেষকরা এখনো চেষ্টা চালিয়ে যাচ্ছে কিভাবে এটিকে আরো ব্যবহার উপযোগী করে প্রস্তুত করা যায়। কেননা এখন পর্যন্ত এ শার্টটি ওয়াশিং মেশিনে অথবা বৃষ্টির দিনে প্রযুক্তি কতটা সক্ষমতা বজায় রাখতে পারবে তা নিশ্চিত নয়। সেই সাথে গবেষকরা এই প্রযুক্তি নির্ভর শার্টটি তৈরিতে সোনার প্রলেপ ব্যবহার করায় এটির মূল্য অনেক বেশি। যার ধারাবাহিকতায় গবেষকরা প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে মূল্যবান সোনার বদলে অন্যকোন ধাতব পদার্থের মাধ্যমে এই প্রযুক্তির বাস্তবায়ন ঘটানোর এবং সেই সাথে ব্যবহারকারীদের কল্যাণে স্বাচ্ছন্দ্যে ব্যবহার উপযোগী আধুনিক প্রযুক্তিসমৃদ্ধ শার্ট তৈরি করার। যার মাধ্যমে একজন ব্যবহারকারী সাধারণ অন্য শার্টের মতোই এই প্রযুক্তি নির্ভর শার্টটি ব্যবহার করে তাদের চলমান জীবনে স্বাচ্ছন্দ্যবোধ করার পাশাপাশি প্রয়োজনে যেকোন সময় তাদের ব্যবহৃত আইপড-এর চার্জ করতে সক্ষম হয়।