ঢাকার নটর ডেম কলেজের সাবেক শিক্ষার্থীদের জন্য একটি ওয়েবসাইট চালু হয়েছে সম্প্রতি। সাইটটির মাধ্যমে নটর ডেম কলেজের সাবেক ছাত্ররা নিজেদের মধ্যে যোগাযোগ রাখতে পারবে। শুধু যোগাযোগই নয় এর মাধ্যমে ছবি, মতামত আদান-প্রদান, জন্নদিনের শুভেচ্ছা বিনিময়ও করা যাবে।
নটর ডেম কলেজের সাবেক শিক্ষার্থীদের একটি ভার্চুয়াল মিলন মেলা হতে পারে এই সাইটটি। এতে রয়েছে কথোপকথন (চ্যাট) করার সুবিধা। সাইটটির মাধ্যমে সদস্যরা একে অপরকে ই-মেইলও পাঠাতে পারবেন। সাইটটির বিভিন্ন সুবিধা ব্যবহার করতে হলে প্রথমেই সাইটে প্রবেশ করে এর সদস্য হতে হবে। সদস্য হওয়ার জন্য পূরণ করতে হয় একটি অনলাইন ফরম।
সাইটটিতে রয়েছে সার্চ অপশন। এটি ব্যবহার করে প্রাক্তন শিক্ষার্থীরা নিজেদের সহজেই খুঁজে নিতে পারবে। সাইটের ক্যালেন্ডার অংশটি আকর্ষণীয়। বিভিন্ন ইভেন্টের খবরাখবর এই ক্যালেন্ডারে সংযুক্ত করা যায়। সাইটটির সদস্য হওয়ার সময় দেওয়া জন্ন তারিখ সাইটের ক্যালেন্ডারটিতে সংরক্ষিত হয়।
ফলে প্রত্যেক সদস্যই সবার জন্নদিনের তারিখটি জানতে পারবে। সদস্যরা তাদের পছন্দমতো বিষয়ে মতামত জানাতে পারবে। আর এসব নিয়ে নিজেদের সঙ্গে আলোচনাও করতে পারবে। নতুন কোনো বিষয়ে মতামতের জন্য প্রশ্ন সাইটটিতে প্রকাশ করা যাবে।আবার ভোটও দিতে পারবে অন্য কোনো সদস্যদের দেওয়া মতামতের বিষয়ে। সাইটটি নটরডেম কলেজের প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে যোগাযোগের একটি ভালো মাধ্যম তা বলাই বাহুল্য। একেবারে সাদামাটা নকশায় করা হলেও সাইটটি সুন্দর। এটি তৈরি করেছে ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠান অগ্নি সিস্টেমস লিমিটেড। এর ওয়েব ঠিকানা : www.ex-notredame.com.