সম্প্রতি ইন্টারনেটে চালু হয়েছে বাংলা বইয়ের একটি অনলাইন দোকান। ‘বইমেলা ডট কম’ নামের এ পোর্টালটির মাধ্যমে ঘরে বসেই কেনা যাবে প্রায় আট হাজার বই। বাংলাদেশের প্রায় ৪৫টি প্রকাশনা সংস্থার নানা ধরনের বইয়ের সংগ্রহ রয়েছে এতে। সেবা প্রকাশনী, মাওলা ব্রাদার্স, সময়, কাকলী, অন্যপ্রকাশ, অনন্যা, অনুপম, বাংলাদেশ লেখক সংসদ, উৎসব, ইউনিভার্সালসহ প্রায় সব নামকরা প্রকাশনীর বইয়ের সম্ভার রয়েছে।প্রায় সব প্রকাশনীরই বইয়ের তালিকা দেখা যাবে এ পোর্টালে। রয়েছে নতুন আসা বইয়ের পরিচিতি, সঙ্গে ছবিও। বেশ কিছু বই ইন্টারনেট থেকে বিনা পয়সায় পড়া ও নামিয়ে নেওয়া (ডাউনলোড) যাবে। বইয়ের লেখক ও প্রকাশকদের তালিকাগুলো সাজানো হয়েছে বর্ণানুক্রমে। ফলে যেকোনো লেখক বা প্রকাশককে খুঁজে নেওয়া যাবে সহজেই। আর বইগুলো রয়েছে গল্প, প্রবন্ধ, কবিতা, উপন্যাস, ইতিহাস, মুক্তিযুদ্ধবিষয়ক, শিশুতোষ রচনা প্রভৃতি ভাগে বিভক্ত হয়ে। এ ছাড়া সার্চ অপশনের মাধ্যমে যেকোনো লেখক, প্রকাশনী ও বইয়ের নাম খুঁজে বের করার ব্যবস্থাও রয়েছে পোর্টালটিতে।পোর্টালটির মাধ্যমে কীভাবে বইয়ের ফরমায়েশ দেওয়া ও বই সংগ্রহ করা যাবে, তা উল্লেখ করা রয়েছে। নতুন বই বাজারে আসামাত্রই তা পোর্টালটিতে হালনাগাদ করা হয় বলে উল্লেখ করা হয়েছে এতে। শুধু বই বিক্রির মাধ্যমই নয়, পোর্টালটি বর্ণানুক্রমে সাজানো বাংলাদেশের বিভিন্ন বিষয়ের ওপর বেশ বড়সড় এক তথ্যভান্ডার। এটি পোর্টালটিতে বিশেষত্ব এনেছে; তবে বইয়ের অনলাইন বাজারে এর প্রাসঙ্গিকতা নিয়ে প্রশ্ন থেকেই যায়। সব মিলিয়ে পোর্টালটি বেশ ভালো। এর ওয়েব ঠিকানা: www.boi-mela.com