মাইক্রোসফট তার কিছু জনপ্রিয় প্রোগ্রামের ওয়েব সংস্করণ বের করার প্রস্তুতি নিচ্ছে। ২০০৯ সালে মাইক্রোসফট অফিসের ওয়ার্ড, এক্সেল ও অন্যান্য কিছু প্রোগ্রামের ওয়েব সংস্করণ ছাড়বে। ব্যবহারকারীরা তাদের পিসিতে এসব প্রোগ্রাম ইনস্টল না করে ওয়েব ব্রাউজার থেকেই তা ব্যবহার করতে পারবে।ধারণা করা হচ্ছে, এসব প্রোগ্রামের ওয়েব সংস্করণের কয়েকটি বিনামূল্যেই ইন্টারনেট ব্যবহারকারীরা ব্যবহার করতে পারবে। এ ক্ষেত্রে এসব প্রোগামের সঙ্গে বিভিন্ন ধরনের বিজ্ঞাপনও দেওয়া থাকবে। মাইক্রোসফটের ব্যবসা শাখার প্রধান স্টিফেন ইলপ রয়টার্সকে বলেন, ‘আমরা আশা করছি, মাইক্রোসফট অফিসের সবচেয়ে সহজ থেকে জটিলতর সব প্রোগ্রামের ওয়েব সংস্করণ ছাড়তে পারব। এগুলো বিভিন্নভাবে ওয়েব ব্রাউজারের মাধ্যমে ব্যবহার করা যাবে। বিনামূল্যে বিজ্ঞাপনসহ, গ্রাহক ফির মাধ্যমে অথবা প্রথাগত নিবন্ধন ফির মাধ্যমে প্রোগ্রামগুলো ব্যবহার করা যাবে।’ তিনি জানান, ওয়েব-ভিত্তিক সফটওয়্যারের অনেক ক্রেতা রয়েছে। এ ধরনের সফটওয়্যার ইনস্টল করলে পিসিতে সফটওয়্যার ইনস্টল করার নানা ঝামেলা থেকে রেহাই পাওয়া যাবে। আর অর্থনৈতিক মন্দার কারণে অনেকেই দামি পিসি সফটওয়্যারের বদলে সস্তা বা বিনামূল্যের ওয়েব-ভিত্তিক সফটওয়্যারের দিকে ঝুঁকছে।মাইক্রোসফট ছাড়াও গুগল ও অ্যাডোবি ওয়েব-ভিত্তিক প্রোগ্রাম নিয়ে কাজ করছে। পিসি সফটওয়্যার তৈরিতে একচ্ছত্র অধিপত্য বিস্তারকারী মাইক্রোসফট তাই ওয়েবেও পিছিয়ে থাকতে চাইছে না। মাইক্রোসফট জানিয়েছে, তাদের ওয়েব-ভিত্তিক সফটওয়্যার ফায়ারফক্সের মতো প্রতিদ্বন্দ্বী কোম্পানিগুলোর ওয়েব ব্রাউজারে চলবে। এ জন্য মাইক্রোসফট সিলভারলাইট ইনস্টল করা লাগবে না।ওয়েব-ভিত্তিক সফটওয়্যারগুলো ২০০৯ সালের কখন ছাড়বে, তা নির্দিষ্ট করে বলেনি মাইক্রোসফট।