আগামী প্রজন্েনর পার্সোনাল কম্পিউটারের চিপ ঠান্ডা করতে ক্ষুদ্রাতিক্ষুদ্র পানির নলের একটি নেটওয়ার্ক ব্যবহার করা হতে পারে। ইন্টারন্যাশনালবিজনেস মেশিনস (আইবিএম) করপোরেশনের গবেষকেরা এ কথা জানিয়েছেন। তাঁরা চিপ ঠান্ডা করার জন্য চুলের মতো সরু পানির নলের স্তরসমৃদ্ধ একটি পরীক্ষামূলক ব্যবস্থাও তৈরি করেছেন। চিপের আকৃতি যত ছোট হচ্ছে, তা ঠান্ডা রাখতে তত বেগ পেতে হচ্ছে। গবেষকেরা মনে করছেন, পানির সাহায্যে চিপ ঠান্ডা করার প্রযুক্তি এর সমাধান হতে পারে।আইবিএমের জুরিখ গবেষণাগারের টমাস ব্রুনশোয়াইলার জানান, আইবিএমের নতুন থ্রিডি চিপের পরীক্ষামূলক মডেলের প্রতি পরতে পরতে পানির কুলিং সিস্টেম ব্যবহার করা হচ্ছে।ক্ষুদ্র ও দ্রুতগতিসম্পন্ন চিপ তৈরিতে সবচেয়ে বড় বাধা চিপ থেকে উৎপন্ন তাপ। আধুনিক প্রসেসরের লাখ লাখ অংশ সংযুক্ত ক্ষুদ্রাতিক্ষুত্র তার দিয়ে ইলেকট্রনের প্রবাহের উপজাত হিসেবে এ তাপ উৎপন্ন হয়। আর দিন দিন চিপে যন্ত্রাংশের সংযোজন বাড়ছেই। যেমন ইন্টেল সম্প্রতি একটি প্রসেসর বাজারে ছেড়েছে, যাতে প্রায় ২০০ কোটি ট্রানজিস্টর রয়েছে। ফলে দুনিয়াজুড়ে গবেষকেরা চেষ্টা করছেন চিপে উৎপন্ন তাপ কীভাবে সরিয়ে ফেলা যায়।২০০৭ সালে যুক্তরাষ্ট্রের বিজ্ঞানীরা ক্ষুদ্র বাতাসের ইঞ্জিন তৈরি করেন, যা আয়নের বাতাসে কম্পিউটার চিপ ঠান্ডা করে। তবে পানির সাহায্যে চিপ ঠান্ডা করার প্রক্রিয়াটাকেই সবচেয়ে কার্যকর মনে করছেন বিজ্ঞানীরা।ফ্যান ও হিট সিংকসহ বর্তমানে প্রচলিত কুলিং সিস্টেম থ্রিডি প্রযুক্তির চিপ ঠান্ডা করতে পারবে না। কারণ এ চিপের প্রতিটি ক্ষুদ্র অংশ আলাদা আলাদাভাবে ঠান্ডা করার প্রয়োজন হবে। তাই এ চিপের প্রতিটি স্তরে ৫০ মাইক্রন (এক মাইক্রন এক মিটারের ১০ লাখ ভাগের এক ভাগ) ব্যাসের পানির নল ব্যবহার করা হচ্ছে। পানি বাতাসের চেয়ে তাপ শোষণ করতে বেশি কার্যকর। পানি বা তরল প্রবাহিত করে কম্পিউটার ঠান্ডা করার প্রক্রিয়া একেবারে নতুন নয়। অনেক আগের মেইনফ্রেম কম্পিউটার পানির নলের মাধ্যমে ঠান্ডা করা হতো।২০০৩ সালে স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীরা একটিভ মাইক্রো-চ্যানেল কুলিং প্রযুক্তি প্রদর্শন করে। এ প্রযুক্তিতে চিপের ওপরের পৃষ্ঠের শত শত ক্ষুদ্র চ্যানেলে পানি প্রবাহিত করা হয়।২০০৪ সালে বাজারে ছাড়া অ্যাপলের পাওয়ার ম্যাক জিফাইফ কম্পিউটারের কিছু সংস্করণে এ প্রযুক্তি ব্যবহার করা হয়। আইবিএম জানিয়েছে, পানির সাহায্যে চিপ ঠান্ডা করার তাদের প্রযুক্তি পাঁচ বছরের মধ্যে কম্পিউটার পণ্যে দেখা যাবে।