সাড়া জাগানো মোবাইল ফোন আইফোনের দ্বিতীয় সংস্করণ ছাড়ছে অ্যাপল কম্পিউটার ইনকরপোরেটেড। গতকাল সোমবার যুক্তরাষ্ট্রের সানফ্রান্সিসকোর অ্যাপল দ্বিতীয় প্রজন্েনর আইফোন ছেড়েছে। অ্যাপলের প্রধান নির্বাহী কর্মকর্তা স্টিভ জবস অ্যাপল ওয়ার্ল্ড ওয়াইড ডেভেলপারস সম্মেলনে আইফোন ২ ছাড়ার কথা ঘোষণা করেন। তিনি জানান, বর্তমান মডেলের আইফোনে যেসব সুবিধা ছিল না, দ্বিতীয় প্রজন্েনর যন্ত্রেও তা থাকছে।বিশ্লেষকেরা অনুমান করছেন, তৃতীয় প্রজন্েনর (থ্রিজি) তারহীন সংযোগের কারণে নতুন আইফোন আগের আইফোনের চেয়ে দ্রুতগতিতে কাজ করবে। প্রতিদ্বন্দ্বী মোবাইল ফোনসেট নির্মাতা প্রতিষ্ঠানগুলো বলছে, আইফোন ২ বাজারের সবচেয়ে আকাঙ্ক্ষিত ফোন। প্রথম প্রজন্েনর আইফোন ব্যাপকভাবে সমাদৃত হলেও দ্বিতীয় প্রজন্েনর (টুজি) মোবাইল ফোন নেটওয়ার্কের কারণে এর গতি ছিল ধীর। গত বছরের জুন মাসে প্রথমবারের মতো বাজারে ছাড়ার পর অ্যাপল ৫০ লাখেরও বেশি আইফোন বিক্রি করে। প্রতিষ্ঠানটি বলছে, চলতি বছরের শেষের দিকে তারা এক কোটি আইফোন বিক্রি করবে। এ লক্ষ্যে প্রথম প্রজন্েনর আইফোনের দাম কিছুটা কমানো হয়েছে। দ্বিতীয় প্রজন্েনর আইফোনের দামও কম রাখা হবে বলে অ্যাপল জানিয়েছে। অ্যাপল তার ব্যবসা সম্প্রসারণের জন্য অন্য দেশের টেলিফোন কোম্পানির সঙ্গে চুক্তি করার কথা ভাবছে বলে জানা গেছে।