কম্পিউটার ভাইরাসের আক্রমণের শিকার হয়েছে মহাশূন্যে অবস্থিত ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন (আইএসএস)। উদ্বেগজনক এই তথ্য প্রদান করে নাসা জানায়, সম্প্রতি ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনের ল্যাপটপে জ্যামিমা ডট এজি নামক ভাইরাসের অস্তিত্ব খুঁজে পাওয়া যায়। যদিও এই ভাইরাসটির কারণে এখন পর্যন্ত ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন-এর কোন ক্ষতিসাধন হয়নি। এই ভাইরাসটি পৃথিবীতে ২০০৭-এর আগস্ট মাসে প্রথম ধরা পড়ে এবং ভাইরাসটি কম্পিউটারে লগইন জটিলতা তৈরি করে থাকে। মহাশূন্যে ভাইরাসের আক্রমণের কারণে নাসা কর্তৃপক্ষ মনে করছে সম্ভবত কোন মহাকাশচারীর ব্যবহৃত ফ্ল্যাশ অথবা ইউএসবি ড্রাইভারের মাধ্যমে এই ভাইরাসটি মহাশূন্য স্টেশনে পৌঁছাতে সক্ষম হয়। যদিও মহাকাশযানের নিরাপত্তার কাজে সর্বাধুনিক প্রযুক্তির মাধ্যমে এই সকল সমস্যা চিহ্নিত করা হয়ে থাকে মহাশূন্যে যাত্রার পূর্বেই। কিন্তু এবার সকল নিরাপত্তা ব্যবস্থাকে ছিন্ন করে ভাইরাসটি মহাকাশযানে তার আক্রমণ পরিচালনা করে। যদিও নাসা’র ভাষ্য মতে, এই ভাইরাসটি মহাকাশযানের এবং ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন-এর কোনরূপ কমান্ড এবং কন্ট্রোল সিস্টেমে আক্রমণ করতে সক্ষম হবে না। ফলে মহাকাশযানের ল্যাপটপে আক্রমণকারী এই ভাইরাস কোনভাবেই মহাকাশযানের অথবা ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন নিয়ন্ত্রণের ক্ষেত্রে প্রভাব বিস্তার করতে সক্ষম হবে না। সেই সাথে মহাশূন্যে অবস্থানকারী ব্যক্তিদের নির্দেশ প্রদান করা হয়েছে ভাইরাসে আক্রান্ত ল্যাপটপটি সম্পূর্ণরূপে বন্ধ করার। একই সাথে সাময়িকভাবে সেই ল্যাপটপটির বিকল্প কাজসমূহ অন্য ল্যাপটপের মাধ্যমে করা সম্ভব বলে তারা জানিয়েছেন। উল্লেখ্য, মহাশূন্যযান এবং ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন এর সকল ধরনের ইন্টারনেট ভিত্তিক যোগাযোগ সমূহ নাসার স্টেশন হতে সম্পন্ন করা হয়ে থাকে। ফলে ভাইরাসের আক্রমনে যদি মহাশূন্যযান এবং ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন এর নেটওয়ার্কিং ক্ষেত্রসমূহ আক্রান্ত হয় তবে তা হবে বিপদজনক। কেননা, এর ফলে পৃথিবীর সাথে মহাশূন্যযান এবং ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন এর যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাবার সম্ভাবনা থাকে।