বিভিন্ন ধরনের উৎসবের প্রয়োজনে কিংবা বিভিন্ন কারণে প্রদর্শিত হয়ে থাকে নানা ধরনের প্রদর্শনী। সাংস্কৃতিক ও অন্যান্য মাধ্যমের অনেকেরই জানার প্রয়োজন প্রদর্শনীর খবরাখবর। প্রদর্শনীর বিভিন্ন তথ্য নিয়ে ইন্টারনেটে চালু হয়েছে গুরুত্বপূর্ণ এবং প্রয়োজনীয় একটি ওয়েবসাইট। দেশের বিভিন্ন প্রদর্শনীর পাশাপাশি বিদেশের বিভিন্ন প্রদর্শনীর খবরাখবর ও তথ্যাদি নিয়ে চালু হয়েছে http://www.exhibition.com.bd/ নামের এ ওয়েবসাইটটি। ‘এ প্লেস দেট রিপ্রেজেন্ট ইউ’ স্েলাগান নিয়ে চালু হওয়া এ ওয়েবসাইটে রয়েছে চলতি সময়ের বিভিন্ন প্রদর্শনী ও দেশ-বিদেশের অন্যান্য প্রদর্শনীর খবর। সাধারণভাবে যে কেউ বিভিন্ন প্রদর্শনীর খবর নিয়ে থাকেন বিভিন্ন মাধ্যমে। ইন্টারনেটের কল্যাণে এ কাজটি অনেক সহজ হয়ে হাতের মুঠোয় চলে এসেছে। এখন ঘরে বসেই আপনি জানতে পারেন বিভিন্ন চলতি প্রদর্শনীর খবর এবং সামনে আরও কী কী প্রদর্শনী হবে। এর পাশাপাশি এ ওয়েবসাইটে আরও বেশ কিছু সংযুক্তি রয়েছে, যার মাধ্যমেও আপনি সুবিধা পেতে পারেন। এমনকি এ ওয়েবসাইটে নিজেদের প্রদর্শনীর খবরও পাঠাতে পারেন। তো আর দেরি কেন? এখনই জেনে নিন চলতি সময়ের বিভিন্ন প্রদর্শনীর খবর এবং ঘুরে আসুন পছন্দসই কোনো প্রদর্শনী।