ইন্টারনেটে এক দশকের মধ্যে সবচেয়ে বড় পরিবর্তন আসতে পারে। ইন্টারনেটের ঠিকানা ব্যবস্থা (অ্যাড্রেস সিস্টেম) আরও খোলামেলা করে দেওয়ার পরিকল্পনা অনুমোদন করা হলে এ পরিবর্তন দেখা যাবে। ইন্টারনেট নিয়ন্ত্রকেরা এ বিষয়ে ভোটাভুটি করে সিদ্ধান্ত নেবেন ডোমেইন নাম যেমন ডট কম বা ডট ইউকের ওপর নিয়ন্ত্রণ শিথিল করার ব্যাপারে। অনুমোদন পেলে বিভিন্ন কোম্পানি তাদের ব্র্যান্ডের নামকে ডোমেইন নাম হিসেবে ব্যবহার করতে পারবে। ব্যক্তিপর্যায়েও আরও অনেক স্বাধীনতা পাওয়া যাবে। এ ছাড়া ডট এক্সএক্সএক্স নামের নতুন একটি ডোমেইনও অনুমতি পেতে পারে।শীর্ষ ডোমেইনগুলো এখন শুধু বিভিন্ন দেশের জন্য বরাদ্দ করা হয় (যেমন ডট ইউকে (যুক্তরাজ্য) বা ডট আইটি (ইটালি). আবার ব্যবসাপ্রতিষ্ঠানগুলো ডট কম বা ডট নেট, সংস্থাগুলো ডট ওআরজি, সরকার ডট জিওভি ইত্যাদি ব্যবহার করে আসেছ।ইন্টারনেটের নিয়ন্ত্রক সংস্থা হচ্ছে দি ইন্টারনেট করপোরেশন ফর অ্যাসাইনড নেমস অ্যান্ড নামবারস (আইসিএএনএন). প্রতিষ্ঠানটি ডোমেইন নাম ব্যবস্থাপনাও করে আসছে। তিন বছর ধরে তারা ডোমেইন নাম আরও খোলামেলা করার কাজ করছে। আর নতুন ডোমেইন নামগুলো এশীয় ও আরবি ভাষাগুলোতেও যাতে লেখা যায় সে ব্যবস্থা করার পরিকল্পনা রয়েছে।আইসিএএনএনের প্রধান নির্বাহী ড. পল টোওমি বিবিসি নিউজকে জানান, প্রস্তাবগুলো পাস হলে তা হবে গত এক দশকে ইন্টারনেটে সবচেয়ে বড় ধরনের পরিবর্তন। বিশ্বের বিভিন্ন অংশে এর প্রভাব পড়বে। বিভিন্ন গ্রুপ, সম্প্রদায় ও ব্যবসাপ্রতিষ্ঠান অনলাইনে তাদের স্বকীয়তা খুঁজে পাবে।তিনি বলেন, ১৯ শতকে যুক্তরাষ্ট্র যেভাবে আবাসন, ভুমি উন্নুক্ত করে দিয়েছিল, ঠিক তেমনি ইন্টারনেট উন্নুক্ত করে দেওয়ার পরিকল্পনা করা হচ্ছে। পরিকল্পনা পাস হলে শত শত নতুন ডোমেইন নাম-ঠিকানা এ বছরের শেষের দিকে তৈরি হবে। ভবিষ্যতে সংখ্যাটা গিয়ে ঠেকবে কয়েক হাজারে।