দিনে দিনে কমিকস বইয়ের পাতার জনপ্রিয় সব নায়ক সুপারম্যান, ব্যাটম্যান স্কুবিডু, স্পাইডারম্যান উঠে এসেছে চলচ্চিত্রের পর্দায়। তারপর কম্পিউটার গেমসে। মজার বিষয় হচ্ছে, কমিকসের মতো গেমসেও ঠিক একই রকম জনপ্রিয় কমিকসের এসব ‘সুপার হিরো’। এই সুপার হিরোদের সঙ্গে অনেক আগেই গেমসের মধ্যে উঠে এসেছে চার কচ্ছপের দল। এখন শুধু প্রতিবারই তাদের নতুন করে ফিরে আসা, যাতে সবাই তাদের উপস্িথতি নতুন করে উপভোগ করতে পারে। নতুন করে তারা ফিরে এসেছে টিএমএনটি গেমসের মধ্য দিয়ে। মানে টিনেজ মিউট্যান্ট নিনজা টারটেলস। এবারের গেমসে কচ্ছপরা শত্রুদের ধ্বংস করার আগে নিজেদের লোভ-হিংসা ধ্বংস করতে বেশি উদ্যোগী হয়েছে। কারণ নিজেদের মধ্যে কোনো দ্বন্দ্ব রেখে কোনোভাবেই অন্য শত্রুদের ধ্বংস করা যায় না।এ গেমসে আছে মোট ৩২টি স্তর। এর মধ্যে ১২টি স্তর কাহিনীপূর্ণ আর ১২টি প্রতিযোগিতাপূর্ণ। এতে পাঁচটি চরিত্র নিয়ে খেলার সুবিধা রয়েছে। প্রত্যেকের জন্য রয়েছে আলাদা অভিযান ও মারামারি করার কৌশল। গেমটির শব্দের মান প্রশংসা পাওয়ার যোগ্য। গেমে মারামারি চলাকালে আবহ সংগীত বা গোলাগুলি ও বিস্কোরণের শব্দ এতটাই অসাধারণ যে, গ্রাফিকস ও অ্যানিমেশনের কমতি কিছুটা হলেও ক্ষমার যোগ্য। একটি বিষয় ছাড়া গেমটি খেলা এমনকি যেকোনো নতুন গেমারের জন্যও কঠিন কিছু নয়। সে বিষয়টি হচ্ছে সঠিক স্থান নির্ধারণ করে এগিয়ে যাওয়া। ফলে কিছু সমস্যা থাকলেও এটি সবার ভালো লাগবে বলে আশা করা যায়।
যা যা প্রয়োজন
অপারেটিং সিস্টেম: উইন্ডোজ ২০০০, এক্সপি
প্রসেসর: ১ গিগাহার্টজ
ভিডিওকার্ড: থ্রিডি গ্রাফিকস এক্সিলারেটর
সিডি-রম ড্রাইভ: ৮ এক্সর্যাম: ৫১২ মেগাবাইট
ভিডিও মেমোরি: ১৬ মেগাবাইট
ভির্যামডাইরেক্ট এক্স: ৯.০
হার্ডডিস্ক ড্রাইভ: ১.৬ গিগাবাইট খালি জায়গা