এতোদিন আমরা পামটপ কম্পিউটারের কথা শুনেছি যা মোবাইল ফোনের মতো হাতের তালুতে মুষ্ঠিবদ্ধ অবস্থায় ব্যবহার করা যায় ও বহন করা যায়। কিন্তু এবার চলে এসেছে পামটপ টিভি। ছবিতে যে যন্ত্রটি দেখা যাচ্ছে তা টিভির রিমোট কন্ট্রোল বলে মনে হলেও আসলে তা একটি টিভি সেট। মোবাইল ফোনের মতোই ছোট একটি ডিসপ্লের ব্যবস্থা রয়েছে। আর রিমোটের মতো বাটনগুলো দিয়ে চ্যানেল টিউন করার সুযোগ রয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রের বাজারে এ ধরনের টিভি সেটের আবির্ভাব ঘটেছে।

দূরন্ত গতিময় ছুটে চলার স্বাধীনতা
ব্যস্ত নগর জীবনের ক্লান্তিকর ট্রাফিক জ্যামে যখন জীবনের গতিময়তা স্তব্ধ হয়ে যায়, তখন অনেকের মনেই ইচ্ছা হয় ট্র্যাফিক জ্যামকে যদি টপকিয়ে সুনির্দিষ্ট গন্তব্যে যাওয়া যেত। বাস্তব জীবনে এটি সম্ভব না হলেও কম্পিউটার গেমের বর্ণিল অধ্যায়ে আপনাকে দূরন্ত গতিতে ছুটে চলার সুযোগ করে দিবে ‘মিরর’স এজ’। নিজ লক্ষ্যে সফলভাবে পৌঁছে যেতে আপনি ছাদের মাথায়, ওয়ালের মাধ্যমে অথবা একলাফে অতিক্রম করতে পারবেন রেল স্টেশন।



প্রচন্ড গতিবেগে ছুটে চলা এবং অ্যাকশন নির্ভর গেম হিসেবে বাজারে রিলিজ হবার সাথে সাথে বিপুল সংখ্যক গেমপ্রিয় ব্যক্তিদের নিকট জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ‘মিরর’স এজ’। গেমটির সবচেয়ে আকর্ষণীয় দিক হচ্ছে, এতে ফাস্ট পারসোন রোল প্লেয়িং পারসনের ভূমিকায় আপনার রয়েছে ব্যস্ত শহরে যেকোন প্রান্তে অবারিত বাধাহীনভাবে ছুটে চলার সুযোগ। স্বচ্ছ ভিজ্যুয়াল গ্রাফিক্সের সমন্বয়ে শহরের দৃশ্যপট রচয়িত করার কারণে আপনার মনে হবে আপনি সত্যি সত্যিই শহরের সবচেয়ে উঁচু বিল্ডিংয়ের উপর থেকে লাফ দিয়ে পাশের বিল্ডিংয়ে চলে গেছেন। মিরর’স এজ গেমটির কাহিনী রচয়িত হয়েছে কল্পলোকে মিরর নির্ভর শহরের পটভূমিতে। যেখানে ফেইটথ নামক একজন মেয়ে দূরন্ত গতিতে ছুটে চলে শহরের এ প্রান্ত থেকে অন্যপ্রান্তে। মিরর’স এজ গেমটি’কে কাহিনী এবং গ্রাফিক্সের সুন্দর কারুকাজের কারণে গেম বোদ্ধারা বিবেচনা করছেন আধুনিক জীবনের গতিধারাতে পুরনো জীবনের প্লাটফর্মের সমন্বয় হিসেবে। মিরর’স এজ গেমটির সবচেয়ে আকর্ষণীয় দিক হচ্ছে এর গতিশীলতা এবং ইচ্ছেনুযায়ী স্বাচ্ছন্দ্যে জাম্প দেওয়া এবং ওয়াল, পাইপসহ যেকোন কিছু ধরে নিজেকে রক্ষা করার অপার সুবিধাদি। আপনি নিজেকে মিরর’স এজ গেমটিতে প্রধান চরিত্র ফেইথ এর ভূমিকায় যেখানে আপনার দায়িত্ব হবে মূলত বার্তা বাহকের। তবে নির্দিষ্ট স্থানে বার্তা পৌঁছে দেয়ার প্রতিটি স্টেজেই আপনার জন্য অপেক্ষা করছে পদে পদে উত্তেজনা এবং রোমাঞ্চকর অনুভূতি। গেমটি খেলতে যেয়ে আপনাকে সম্মুখিন হতে হবে বেশ কিছু পাজলের। কুয়াশাচ্ছন্ন বিভিন্ন লোকেশনে দ্রুত এগিয়ে যেতে এক বিল্ডিং থেকে অন্য বিল্ডিং-এ লাফ দিতে আপনাকে যথেষ্ট বুদ্ধিমত্তা এবং সাহসের পরিচয় দিতে হবে। ‘মিরর’স এজ’ গেমটিতে অ্যাকশনের পাশাপাশি সন্নিবেশিত করা হয়েছে উন্নত গ্রাফিক্সের সমন্বয়ে ব্যস্ত নগরজীবনের। গেমটির কাহিনী সহজভাবে তৈরি করা হলেও আপনার জন্য গেমটির বিভিন্ন সিক্যুয়ালে অপেক্ষা করছে ভয়ংকর বিপদ। তবে বিপদ হতে নিজেকে রক্ষা করতে আপনি সহায়তা পাবেন এক্টিভ রানার ভিশনের। এক্টিভ রানার ভিশন যথাযথভাবে ব্যবহারের মাধ্যমে আপনি শহরের বিভিন্ন ছাঁদ হতে আপনার প্রয়োজন অনুযায়ী বিভিন্ন স্থানে যেতে পারবেন।

সৌজন্যে : দৈনিক ইত্তেফাক