দক্ষিণ কোরিয়া’র হাইনিক্স সেমিকন্ডাক্টর গত রবিবার ঘোষণা দিয়েছে বিশ্বের সর্বোচ্চ ঘনত্ব বিশিষ্ট ক্ষুদ্রাকৃতির মেমোরি চিপ তৈরি করার। মাত্র ৪০ ন্যানোমিটার আকার বিশিষ্ট এই মেমোরি চিপ অদূর ভবিষ্যতে সর্বাধুনিক প্রযুক্তির ক্ষুদ্রাকৃতির ইলেকট্রনিক্স পণ্য নির্মাণে সহায়ক ভূমিকা রাখতে সক্ষম হবে বলে আশা করছে বিশেষজ্ঞরা। নতুন এই ৪০ ন্যানোমিটারের মেমোরি চিপ’র আকার বর্তমানে প্রচলিত যেকোন চিপ’র তুলনায় ৫ ভাগের ১ ভাগ জায়গার মধ্যে সার্কিট প্রবেশের সুযোগ করে দিবে। হাইনিক্স ‘ডিডিআরথ্রি ডির্যাম (ডায়নামিক র্যানডম এক্সস মেমোরি) চিপটি ক্ষুদ্রাকৃতি হওয়ায় বর্তমান বিশ্বে ন্যানো টেকনোলজি’র গবেষণাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সক্ষম হবে বলে আশা করছে হাইনিক্স কর্তৃপক্ষ। সেই সাথে ৪০ ন্যানোমিটার আকার বিশিষ্ট মেমোরি চিপটি অন্যান্য চিপসমূহের তুলনায় ৫০% শতাংশ বেশি কাজ করতে সক্ষম এবং এই মেমোরি চিপটি স্বল্প বিদ্যুৎ খরচ করে। ফলে সারাবিশ্বে যখন পরিবেশবান্ধব এবং বিদ্যুৎ সাশ্রয়ী ইলেকট্রনিক্স পণ্য নির্মাণে সবাই একযোগে কাজ করে চলেছে তখন হাইনিক্সের নতুন এই ক্ষুদ্রাকৃতির মেমোরি চিপ যথাযথ ভূমিকা রাখতে সক্ষম হবে বলে আশা করা যাচ্ছে। হাইনিক্স’র একজন মূখপাত্র পার্ক হুয়ান বলেন, ‘বিশ্বে হাইনিক্সই প্রথম ন্যানোমিটারের ক্লাস টেকনোলজি সমৃদ্ধ ডিডিআরথ্রি ডির্যাম চিপ সফলভাবে তৈরি করেছে। আমরা আশা করছি, অচিরেই নতুন প্রযুক্তির এই মেমোরি চিপ ব্যবহারের মাধ্যমে বিশ্বে ক্ষুদ্রাকৃতির ইলেকট্রনিক্স যন্ত্রাদির ব্যবহার বৃদ্ধি পাবে।’ ৪০ ন্যানোমিটারের বিশ্বের সর্বোচ্চ ঘনত্ব বিশিষ্ট ক্ষুদ্রাকৃতির হাইনিক্স’র নতুন এই চিপটি এ বছরের তৃতীয় কোয়ার্টারে ব্যাপকভাবে উৎপাদন শুরু করা হবে বলে জানিয়েছে হাইনিক্স কর্তৃপক্ষ।
সৌজন্যে : দৈনিক ইত্তেফাক
৪০ ন্যানোমিটারের মেমোরি চিপ তৈরি করেছে হাইনিক্স বিশ্বের সর্বোচ্চ ঘনত্ব বিশিষ্ট
Posted by
Admin |
9:02 PM