আইওএম বাজারে নিয়ে এসেছে তোশিবার নতুন একটি ল্যাপটপ কম্পিউটার। পোর্টিজি এম৮০০-এস৩৩৪ মডেলের এই ল্যাপটপে ২.০ গিগাহার্টজ গতির ইন্টেল কোর টু ডুয়ো প্রসেসর ব্যবহার করা হয়েছে। এতে ১৩.৩ ইঞ্চি মনিটর, দুই গিগাবাইট র্যাম, ২৫০ গিগাবাইট হার্ডডিস্ক ড্রাইভ রয়েছে। এর সঙ্গে একটি অ্যান্টি ভাইরাস সফটওয়্যার বিনামূল্যে দেওয়া হচ্ছে।ল্যাপটপ কম্পিউটারটির দাম ৭৮ হাজার টাকা।



