প্রায় ১০ কোটি ফেসবুক ব্যবহারকারীর ব্যক্তিগত তথ্য ও ছবি ইন্টারনেটে প্রকাশ করা হয়েছে। রন বোয়েলস নামে একজন অনলাইন নিরাপত্তা পরামর্শক এসব ছবি ও তথ্য প্রকাশ করেছেন। তিনি এসব ব্যবহারকারীর ফেসবুক প্রোফাইল স্ক্যান করতে ও তথ্য সংগ্রহ করতে একটি বিশেষ সংকেত ব্যবহার করেছেন। তবে বোয়েলস সেসব গ্রাহকের তথ্য ও ছবি প্রকাশ করেছেন, যারা তাদের তথ্য প্রাইভেসি সেটিং ব্যবহার করে লুকিয়ে রাখেননি। ফেসবুক ব্যবহারকারীদের তথ্য সাধারণত অন্য কেউ দেখতে পারেন না। কেউ যদি চান তবেই অন্যরা তাঁর তথ্য ও ছবি দেখতে পারেন।

এখন ১০ কোটি ফেসবুক ব্যবহারকারীর বিস্তারিত তথ্য ও ছবি বিশ্বের সবচেয়ে বড় ফাইল আদান-প্রদান করার ওয়েবসাইট পাইরেট বেতে দেখা যাচ্ছে। এদিকে ওয়াচডগ প্রাইভেসি ইন্টারন্যাশনালের কর্মকর্তা সিমন ডেভিস জানান, এ রকম ঘটনা ঘটতে পারে বলে ফেসবুক কর্তৃপক্ষ আগেভাগেই হুঁশিয়ারি উচ্চারণ করেছিল। কিন্তু হুঁশিয়ারি উচ্চারণ করলেও তারা প্রতিরোধমূলক কোনো ব্যবস্থা নেয়নি। ডেভিস বলেন, ‘প্রাইভেসি সেটিংয়ের বিষয়টি অনেকেই জানেন না। অনেকে জানলেও এর ব্যবহার সম্পর্কে সচেতন নয়। কাজেই এভাবে গ্রাহকদের তথ্য ও ছবি ফাঁস করাটা ঠিক হয়নি। বিষয়টি গ্রাহকেরা ভালোভাবে নেবে না বলেই আমি মনে করছি। এটা ব্যক্তিগত গোপনীয়তার মারাত্মক লঙ্ঘন হয়েছে।’

সৌজন্যে : দৈনিক কালের কণ্ঠ