কম্পিউটারের চেয়ে এবার স্মার্টফোন হ্যাকিংয়ে বেশি আগ্রহী হয়ে উঠছে হ্যাকাররা। আর এ কারণেই সারা বিশ্বে বাড়ছে স্মার্টফোন হ্যাকিং, জানিয়েছে মোবাইল নিরাপত্তা প্রতিষ্ঠান লুক আউট। লুক আউটের প্রতিষ্ঠাতা জন হেরিগ জানান, হ্যাকাররা ব্যাংক ও ক্রেডিট কার্ডের তথ্যসহ ব্যক্তিগত তথ্যাদি নেওয়ার জন্যই সাইবার আক্রমণ চালায়। ব্যবহারকারীরা বর্তমানে এসব তথ্য কম্পিউটারে রাখার চেয়ে স্মার্টফোনেই বেশি রাখছে। আর এ কারণেই হ্যাকাররাও তাদের লক্ষ্য বদল করেছে। প্রতিষ্ঠানটির তথ্য অনুযায়ী, কম্পিউটারে ভাইরাস ছড়িয়ে হ্যাক করার ক্ষেত্রে আগের তুলনায় বেশি প্রতিবন্ধকতার সম্মুখীন হচ্ছে হ্যাকাররা। অন্যদিকে স্মার্টফোন ব্যবহারকারীরা হ্যাকিং সম্পর্কে তেমন সচেতন না হওয়ায় খুব সহজেই হ্যাকাররা স্মার্টফোন হ্যাক করতে পারছে। এ ছাড়া বিভিন্ন মোবাইল অ্যাপ্লিকেশন ইনস্টল করার ফলেও ব্যবহারকারীদের হ্যান্ডসেটের গোপন তথ্য চলে যাচ্ছে হ্যাকারদের নিয়ন্ত্রণে। বিশ্বাসযোগ্য ওয়েবসাইট ছাড়া অন্য কোনো সাইট থেকে মোবাইল অ্যাপ্লিকেশন ডাউনলোড করা স্মার্টফোন ব্যবহারকারীদের তথ্যের নিরাপত্তার জন্য ক্ষতিকর বলে জানিয়েছে লুক আউট।

সৌজন্যে : দৈনিক কালের কণ্ঠ