জাপান দ্বিতীয় প্রজন্মের (টুজি) মোবাইল ফোনকে বিদায় জানিয়েছে। সে দেশের মোবাইল ফোনের ব্যবসায়ীরা গত জানুয়ারি মাসে তাঁদের দোকানে দ্বিতীয় প্রজন্েনর মোবাইল টেলিফোন বিক্রির জন্য রাখেননি। জাপানের একটি শিল্পগোষ্ঠী জাপান ইলেকট্রনিকস অ্যান্ড ইনফরমেশন টেকনোলজি ইন্ডাস্ট্রিজ অ্যাসোসিয়েশন গতকাল মঙ্গলবার এ কথা জানায়। জাপান ও দক্ষিণ কোরিয়া এখন তৃতীয় প্রজন্েনর মোবাইল ফোন কিনছে। এসব ফোন উচ্চগতির ইন্টারনেট সেবা দেওয়ার পাশাপাশি আকর্ষণীয় ও প্রয়োজনীয় সব সেবা সরবরাহ করছে। জাপান ও দক্ষিণ কোরিয়ায় সাফল্যের পরও অনেক উন্নয়নশীল দেশের বাজারে এসব ফোন এখনো প্রবেশ করতে পারেনি। মোবাইল ফোনসেট প্রস্তুতকারক কোম্পানিগুলো ৪০ লাখেরও বেশি তৃতীয় প্রজন্মের সেলফোন জাপানের দোকানগুলোতে সরবরাহ করে। জাপান ইলেকট্রনিকস অ্যান্ড ইনফরমেশন টেকনোলজি ইন্ডাস্ট্রিজ অ্যাসোসিয়েশন জানায়, এই প্রথমবারের মতো জাপানের কোনো ব্যবসায়ী দ্বিতীয় প্রজন্মের মোবাইল ফোন বিক্রির জন্য নেননি। জাপান হচ্ছে দ্বিতীয় দেশ, যারা দ্বিতীয় প্রজন্মের মোবাইল ফোনকে বিদায় জানিয়েছে। এর আগে দক্ষিণ কোরিয়া এ ফোনকে বিদায় জানায়। গত ফেব্রুয়ারি মাসের শেষ নাগাদ জাপানের মোবাইল ফোন ব্যবহারকারীদের প্রায় ৮৫ শতাংশ তৃতীয় প্রজন্ন বা একই মানের মোবাইল ফোন ব্যবহার শুরু করে। জাপানের শীর্ষ মোবাইল ফোন প্রতিষ্ঠান এনটিটি ডোকোমো ইনকরপোরেটেড ২০০১ সালে প্রথমবারের মতো তৃতীয় প্রজন্মের ফোন তৈরি করে।