কম্পিউটারের হার্ডডিস্ক ড্রাইভকে সচল ও কার্যকর রাখতে নিয়মিত ডিফ্র্যাগমেন্ট করা দরকার। ডিফ্র্যাগমেন্ট করার সময় নিচের বিষয়গুলো খেয়াল রাখা উচিত।
>> যে ড্রাইভের ডিফ্র্যাগমেন্ট করা হচ্ছে তার কোনো ফাইল চালু করবেন না।এতে পুরো প্রক্রিয়াটা আবার প্রথম থেকে শুরু হবে। কোনো অ্যান্টিভাইরাস চালু থাকলে তাও সাময়িকভাবে বন্ধ করে দিন।
>> কোনো ড্রাইভের ডিফ্র্যাগমেন্ট ভালোভাবে কাজ করবে তখনই, যখন ওই ড্রাইভে কমপক্ষে ১৫ শতাংশ খালি জায়গা থাকবে। যদি তা না থাকে, তাহলে ডিফ্র্যাগমেন্ট শুরুর আগে একটি সতর্কবার্তা আসবে। তখন ওই ড্রাইভের টেম্পোরারি ইন্টারনেট ফাইলগুলো মুছে ফেলুন বা ফাইলগুলো সাময়িকভাবে অন্য ড্রাইভে রেখে ১৫ শতাংশ জায়গা বের করুন।



