একজন মানুষ নিজেকে খুঁজে ফেরে। খোঁজার চেষ্টা করে তার উদ্দেশ্যের প্রকৃত উত্তর। আর তার কাজের সিদ্ধান্তগুলো তাকে জড়িয়ে ফেলে একের পর এক সমস্যার বেড়াজালে। সঠিক সিদ্ধান্তই তাকে মুক্তি দিতে পারে এসব সমস্যার হাত থেকে। আর সেই সমস্যার হাত থেকে প্রতি পর্বে মুক্তি পেতে ছুটে চলছে জন কুপার। ডেসপারেডো : ওয়ান্টেড ডেড অর অ্যালাইভ এবং জন কুপার রিভেঞ্জ গেমসের পর এ কাহিনীর নতুন গেম হেলডোরাডো। এতেও বুনো পশ্চিমের ধু-ধু মরুময় প্রান্তরে ছুটে চলতে হবে জন কুপারকে। কারণ, পুরোনো শত্রুরা ভয়ানক হয়ে উঠেছে। এর পাশাপাশি বিশ্বাসঘাতকতা, নিষ্ঠুরতা−সব কিছু ফুটে উঠেছে প্রকটভাবে। পুরোনো শত্রু অ্যাঞ্জেল ফেসের বিধবা স্ত্রী কুপারের ওপর প্রতিশোধ নেওয়ার চেষ্টা করবে। সে কুপারের বন্ধুকে জিম্মি করে বেআইনি কাজ করাবে, এতে কুপারের ছবি ‘ওয়ান্টেড’ তালিকায় যাবে। গেমসে জন কুপারকে সাহায্য করার জন্য রয়েছে মেক্সিকান পাবলো, ডক্টর ম্যাকয়, রেড ইন্ডিয়ান হাক আই এবং আফ্রিকান নিগ্রো স্যামুয়েল−একেক জনের একেক রকম চরিত্র; একেক রকম মারামারি ও অস্ত্রব্যবহারের ধরন। এদের নিয়ে এগিয়ে যেতে হবে গেমারকে। গেমসের শব্দ, চরিত্র রূপায়ণ এবং গ্রাফিকস খুবই আকর্ষণীয়, যা আকৃষ্ট করবে খুব সহজে।
যা যা প্রয়োজনপ্রসেসর: ইন্টেল পেন্টিয়াম ৪, ১.৮ গিগাহার্টজ
র্যাম: ৫১২ মেগাবাইট
ভিডিও কার্ড: ৬৪ মেগাবাইট থ্রিডি গ্রাফিক্স কার্ড
ডাইরেক্ট এক্স: ৯.০
হার্ডডিস্ক: ৫ গিগাবাইট খালি জায়গা
সিডি-রম ড্রাইভ: ১৬ এক্স অথবা দ্রুতগতি সম্পন্ন