ফটোশপের আরেকটি বৈশিষ্ট্য হলো পিকচার প্যাকেজ সৃষ্টি করা। একটি পিকচার প্যাকেজ তৈরি করতে যে ধাপগুলো অনুসরণ করতে হবে। মেনুবারের File থেকে File® Automate® Picture package নির্বাচন করুন। Picture package বক্সটি প্রদর্শিত হবে। ডায়ালগ বক্সটির Choose বাটনটি ক্লিক করুন। পর্দায় Select an Image File ডায়ালগ বক্স প্রদর্শিত হবে। এর Look in ড্রপ-ডাউন মেনু ব্যবহার করে ইমেজটি যে ফোল্ডারে রয়েছে সেই ফোল্ডার নির্বাচন করুন এবং পরে আপনার ইমেজ ফাইলটি নির্বাচন করুন। Open বাটনে ক্লিক করুন। ডায়ালগ বক্সের Layout পপ-আপ মেনু থেকে পছন্দের টেমপ্লেটটি নির্বাচন করুন।

লেআউটটি কেমন হবে সে সম্বে ধারণা পাবেন। Resolution I color mode নির্বাচন করুন। পপ-আপ মেনু থেকে রেজুলেশন নির্বাচন করুন। মেনু থেকে কালার মোড নির্বাচন করুন। OK বাটনটি ক্লিক করুন। স্বনিয়ন্ত্রিত উপায়ে কাজটি সম্পন্ন হওয়ার পর আপনি পৃষ্ঠার চিত্রটি দেখতে পাবেন।