সমুদ্রে জাহাজে শত্রুর আক্রমণ থেকে নতুন প্রযুক্তি আবিষ্কার করেছে এইচপিবি টেকনোলজিস। লং রেঞ্জ অডিও ডিভাইস [এল-আরএডি] এবং ম্যাগনেটিক অডিও ডিভাইস [এমএডি] নামের এই দুটো প্রযুক্তি যা বর্তমানে অনেক বাণিজ্যিক জাহাজ তাদের সুরক্ষায় ব্যবহার করছে। এ প্রযুক্তির নাম প্লেন সাউন্ড সোর্স অব ইনফরমেশন যার মাধ্যমে অনেক দূর থেকেও যেকোনো বার্তা শোনা যাবে। যদি জাহাজ ক্যাপ্টেন কোনো আগন্তুক জাহাজের অস্তিত্ব বুঝতে পারে তখন এমএডি চালু করে দিয়েই জলদস্যুদের সাবধান করে দেয়া যাবে যে সে তাদের অস্তিত্ব সম্পর্কে সজাগ। যদি তারপরও তারা অগ্রসর হতে থাকে তবে ক্যাপ্টেন টোন সুইচটি চালু করে দিলেই তীক্ষ শব্দের উৎপত্তি হবে যা শত্রুকে ধরাশায়ী করতে সাহায্য করবে। এইচপিবি কর্মকর্তারা আশা করছেন, এ প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে জাহাজ ছিনতাই ও ডাকাতির ঘটনা কমবে। তবে এই যন্ত্র দু’টি মোটেও প্রাণঘাতী নয়। এই যন্ত্র থেকে উৎপত্তি ঘটে অতিমাত্রার শব্দ তরঙ্গের, যা সাধারণ লাউড স্পিকারের শব্দের চেয়ে অনেক দূর পর্যন্ত পৌঁছাতে পারে। ­বিবিসি অবলম্বনে