স্কেটিং গেমসটি আমাদের দেশে খুব বেশি প্রচলিত নয়। আসলে এ খেলাটি বাস্তবে খেলা হয় না বললেই চলে। ঢাকার অভিজাত এলাকার কিছু সৌখিন ছেলে মেয়েকে মাঝে মাঝে গুলশান, বনানী বা ধানমন্ডির আবাসিক এলাকার সামনের রাস্তায় চাকাওয়ালা জুতা পড়ে স্কেটিং করতে দেখা যায়। ইউরোপ, আমেরিকা আর অস্ট্রেলিয়াতে স্কেটিং খুবই জনপ্রিয় একটি খেলা। সব বাড়িতেই স্কেটিং স্যু থাকা চাই-ই চাই। এছাড়া শীতকালে যখন বরফ পড়ে রাস্তা-ঘাট সব পিচ্ছিল হয়ে যায় তখন সেখানকার মানুষরা খুব আয়েশ করে স্নো স্কেটিং করে। রোড স্কেটিং হোক বা স্নো স্কেটিং হোক দু’টি-ই পশ্চিমে বেশ জনপ্রিয়। এবার স্কেটিং এর উত্তেজনা পিসি’তে নিয়ে আসতে রিলিজ পেয়েছে ‘স্কেট২’।
সত্যিকারের স্কেটিং উত্তেজনার আসল মজাটি হল নিয়ন্ত্রণ বা ভারসাম্য রক্ষা করে দ্রুত গতিতে এগিয়ে চলা। পাঁচ বছর আগে বের হয়েছির স্কেটিং এর প্রথম গেমস ‘স্কেট’।
স্কেট গেমসটির গল্প শুরু হয়েছে এভাবে, আপনি একসময় কোন এক অপরাধের কারণে দন্ডিত হয়ে জেলে ছিলেন (আসল কারণটি গেমসে প্রকাশ করা হয়নি)। এখন আপনাকে অন্যান্য স্কেটারদের কাছে সুনাম প্রতিষ্ঠা করতে হবে সেই সাথে জেলে যাওয়ার লজ্জা থেকে নিস্কৃতি পেতে হবে। ‘স্কেট’-এর প্রথম গেমসটিতে একজন দক্ষ স্কেটার হিসেবে আপনি প্রতিষ্ঠা পেয়েই গেছেন। এখন প্রমাণ করতে হবে সেই হারানো গৌরব। ইএ স্পোর্ঠস-এর গেমসগুলো খুবই মজার আর আকর্ষণীয় হয়। ‘স্কেট২’ গেমসটিও কোন অংশে ব্যতিক্রম নয়। স্কেটিং করার সময় এই স্কেটিং গেমসটি অনেক উত্তেজনা রয়েছে। আপনাকে স্কেটিং শুরু করতে হবে একটি সরু গলিতে অন্ধকার রাস্তায় স্কেটিং করার মাধ্যমে। শুধু সরু গলিই না সাথে রয়েছে বেশকিছু ছোট বড় প্রতিবন্ধক সৃষ্টিকারী উপাদান। এগুলো অতিক্রম করে পাবেন তৈলাক্ত পিচ্ছিল রাস্তা যেখানে ভারসাম্য রক্ষা করা খুবই কষ্টের একটি ব্যাপার। তবে যেকোন স্কেটিং রাস্তা আপনি জুম করে দেখে নিতে পারবেন। এছাড়া লাফিয়ে ভূমি থেকে শূন্যে উঠে স্কেটিং করার উত্তেজনাও রয়েছে। সারা শহরে স্কেটিং করে বেড়ানোর সুযোগতো আপনি পাচ্ছেন; তার সাথে আরো সুযোগ রয়েছে নিজের ইচ্ছামতো স্কেটিং স্পট তৈরি করার সুবিধা। গেমসটির গ্রাফিক্স খুবই ভাল, ইএ স্পোর্টসের রিলিজ পাওয়া সবগুলো গেমসই এমন। আমাদের দেশে যেহেতু স্কেটিং করার কোন সুযোগ নেই তাই দুধের স্বাদ ঘোলে মেটানোর উপায় হিসেবে গেমসটি খেলে দেখতে পারেন।