উন্নত বিশ্বে বিশেষ করে পশ্চিম ইউরোপে সবকিছুই অটোমেটিক করার প্রচেষ্টা চলছে। আসবাবপত্র থেকে শুরু করে শপিংমলে, বাসের টিকেট, ছবি তোলা ইত্যাদি সব কিছুতেই অটোমেটিক আর হাইটেকের ছোঁয়া আসছে। এরই ধারাবাহিকতায় ব্রিটেনে পরিকল্পনা করা হয়েছে এলসিডি টাচস্ক্রিন মনিটরযুক্ত ওয়াইফাই একসেস সুবিধাসহ অত্যাধুনিক শপিং ট্রলি। শপিংমলে ক্রেতারা তাদের ইচ্ছামতো পণ্য কেনার জন্য ট্রলির এলসিডি ডিসপ্লে’তে পাবেন একটি ছবিযুক্ত ম্যাপ। এই ম্যাপ দেখে সহজেই পণ্যটি শপিংমলের কোন কর্ণারে রয়েছে তার খোঁজ পেয়ে যাবেন। আবার শপিং শেষে ক্রেডিট কার্ডে সরাসরি ট্রলি থেকেই টাকা পরিশোধ করা যাবে। এর ফলে আর লাইন ধরে অপেক্ষা করতে হবে না টাকা পরিশোধ করার জন্য। যদি এখনও এটি ব্রিটেনে খুব বেশি শপিংমলে প্রচলিত হয়নি। তবে নিকট ভবিষ্যতে শপিংমলে হাইটেক কিভাবে জায়গা করে নিবে তার ধারণা এটা থেকে পাওয়া যায়।