জিডিটাল ক্যামেরায় তোলা ছবি সাধারণত কম্পিউটারে সংরক্ষণ করা হয়। কম্পিউটারের সঙ্গে ক্যামেরার সংযোগে সরাসরি ছবি স্থানান্তর করা যায়। অনেকের ধারণা, লিনাক্স ঘরানার অপারেটিং সিস্টেমগুলোতে জিডিটাল ক্যামেরা সংযুক্ত করা যায় না। এ ধারণাটি সঠিক নয়। লিনাক্স ঘরানার অপারেটিং সিস্টেম ফেডোরাতে ইউএসবি কেব্লের মাধ্যমে সব ডিজিটাল ক্যামেরাই সংযুক্ত করা যায়। তবে এ জন্য ছোট্ট একটি পরিবর্তনের প্রয়োজন হয়। প্রথমে ক্যামেরার ইউএসবি সেটিংস থেকে পিটিপি বা পয়েন্ট টু পয়েন্ট মুডে নিতে হবে। তবে এ ক্ষেত্রে দেখে নিতে হবে যে ক্যামেরাটিতে পিটিপি অপশনটি আছে কি না, যদি না থাকে তবে ‘ডিফল্ট’ মোডে দিয়ে রাখতে হবে। মোড পরিবর্তন করার ব্যাপারটি সাধারণত ক্যামেরার নির্দেশিকায় দেওয়া থাকে। ক্যামেরা সঠিকভাবে কম্পিউটারের সঙ্গে যুক্ত করার জন্য প্রথমেই ক্যামেরাটি বন্ধ করে নিতে হবে। একটি ইউএসবি কেব্লের সাহায্যে ক্যামেরাটি কম্পিউটারের সঙ্গে যুক্ত করতে হবে। যদি ক্যামেরাটিতে কোনো আলাদা ক্লক বা ডায়াল সেটিং দরকার হয়, তবে তা ঠিক করে দিতে হবে এবং ক্যামেরাটি চালু করতে হবে। ক্যামেরা চালু করার পর ডেস্কটপে একটি আলাদা উইন্ডো আসবে, সেখানে ইমপোর্ট ফটোজ নামে একটি অপশন থাকবে। ইমপোর্ট ফটোজ বাটনে ক্লিক করতে হবে। এখান থেকে কম্পিউটারে সরাসরি ছবি সংরক্ষণ করা যাবে ক্যামেরা থেকে। ক্যামেরা থেকে ছবি নেওয়া শেষ হলে সাধারণ উইএসবির মতো কেব্ল খুলে ফেলতে হবে।