বিশ্বের শীর্ষস্থানীয় জনপ্রিয় সার্চ ইঞ্জিন গুগল তাদের সেবার বিস্তৃতি ঘটিয়েছে অগনিত ব্যবহারকারীদের উদ্দেশ্যে। স্বাস্থ্যসেবা নামে অচিরেই চালুকৃত গুগলের এই শাখার মাধ্যমে গুগল ব্যবহারকারীরা তাদের চিকিৎসা সংক্রান্ত সকল তথ্য অর্জন করতে সক্ষম হবে এবং প্রয়োজনে কাঙ্খিত চিকিৎসকের পরামর্শ গ্রহণ করতে পারবে। গুগল হেলথ সার্ভিসে সাধারণ ব্যবহারকারীদের উদ্দেশ্যে বিভিন্ন চিকিৎসা সংক্রান্ত সকল তথ্য প্রদানের ব্যবস্থা থাকায় এর মাধ্যমে যেকোন ব্যক্তি প্রাথমিক ভাবে চিকিৎসা সংক্রান্ত সকল সহায়তা গ্রহণ করতে সক্ষম হবে। বিশেষ করে নিজের পূর্বেকার চিকিৎসা সংক্রান্ত তথ্য গুগলের মাধ্যমে অর্জনের পাশাপাশি বর্তমান অবস্থা সম্পর্কে চিকিৎসককে তথ্য প্রদান করতে পারবে। গুগল হেলথ সার্ভিস সম্পর্কে গুগলে নিয়োজিত কর্মকর্তা ম্যারিসা মায়ার জানান, ‘গুগল হেলথ সার্ভিসে প্রাপ্ত সকল তথ্য চিকিৎসা প্রদানকারী হাসপাতাল-ক্লিনিক হতে প্রদান করার পরিকল্পনা রয়েছে। পাসওয়ার্ড এর মাধ্যমে এই প্রোফাইল সমূহ নির্দিষ্ট ব্যক্তিরা ব্যবহার করতে পারবে তাদের নিজস্ব চিকিৎসা সংক্রান্ত কাজে। সেই সাথে তারা প্রয়োজন অনুযায়ী চিকিৎসক খুঁজে নিতে সক্ষম হবে নিজ এলাকায়।’ এই সেবা চালু হলে ব্যবহারকারীরা অনলাইন ভিত্তিক সার্চ ইঞ্জিন গুগলের উপর অধিক মাত্রায় নির্ভরশীল হবে বলে আশা করছে বিশ্লেষকরা। ফলে প্রতিযোগীতার বাজারে নিজেদের অবস্থান আরো সুসংহত করতে সক্ষম হবে গুগল। বেশকিছুদিন ধরে আলোচিত মাইক্রোসফট-ইয়াহু’র একযোগে কাজ করে যাওয়ার পরিকল্পনার প্রতিউত্তরে বিশ্বব্যাপী ক্রমবর্ধমান অনলাইন বিজ্ঞাপন শিল্পে নিজেদেরকে অধিকতর প্রতিষ্ঠিত করবে গুগুলের এই সেবা। যদিও প্রাথমিক ভাবে শুধুমাত্র যুক্তরাষ্ট্রের অধিবাসীরা এই সুযোগ লাভ করতে সক্ষম হবে।