মূলত ব্রডব্যান্ড হচ্ছে গতানুগতিক ডায়ালআপ ডাটা কমিউনিকেশনের একটি বিকল্প। এটি ডায়াল আপের তুলনায় অনেক বেশি গতিশীল এবং নির্ভরযোগ্য। যদিও ঠিক কতোটুকু গতি সম্পন্ন হলে একে ব্রডব্যান্ড বলা হবে তা সুনির্দিষ্ট নয়। তবে আইটিইউ স্ট্যান্ডার্ড অনুসারে এই গতি ১৪৪ কেবি/স এর তুলনায় বেশি হতে হবে। এছাড়া ব্রডব্যান্ড হবে এমন একটি কানেকশন সিস্টেম যা বিরতিহীনভাবে কম্পিউটারকে ইন্টারনেটের সাথে সংযুক্ত রাখে। সবসময় চালু থাকবে এমন একটি ডাটা কানেকশন যার সর্বনিম্ন ব্যন্ডউইথ হবে ১২৮ কেবিপিএস তাকেই ব্রডব্যান্ড বলা যেতে পারে।



