বিশ্বের প্রযুক্তিতে সবচেয়ে বেশি এগিয়ে যাচ্ছে মোবাইল প্রযুক্তি। এরকম একটি হাইটেক প্রযুক্তি সম্প্রতি জাপানে চলে এসেছে আর তা হল ইলেকট্রনিক নেভিগেশন সিস্টেম যা গাড়ির ড্যাশবোর্ডে ব্যবহার করার একটি ডিজিটাল ম্যাপ। জাপানের স্যানিও কোম্পানি এ হাইটেক প্রযুক্তির যন্ত্রটি বাজারজাত করছে আর নাম দিয়েছে গোরিলা লাইনআপ। দু’টি মডেলে বাজারে বের হয়েছে এ মোবাইল ম্যাপ ডিভাইসগুলো। ছবির উপরের মডেলটি হল এনভি-এসডি ৫০এফটি গোরিলা এবং নীচের ছবিটির মডেল হল এনভি-এসবি৫১০ডিটি মিনি গোরিলা। এই ডিভাইসগুলো যে শুধুমাত্র শহরের ম্যাপ দেখার কাজে ব্যবহৃত হয় তাই না, বরং টিভি টিউনার, এমপি থ্রি প্লেয়ার, ডব্লিউএমএ অডিও ফাইল এবং যেকোন জেপিইজি পিকচার প্রদর্শন করা সম্ভব। বড় সাইজের সেটটি ৭ ইঞ্চি এলসিডি ডিসপ্লে সমৃদ্ধ আর ছোটটি ৫.২ ইঞ্চি এলসিডি ডিসপ্লে সমৃদ্ধ।