দেশ গড়ার জন্য চাই সুদক্ষ শাসক। কারণ, তাঁর ব্যবস্থাপনার ওপর ভিত্তি করে চলবে পুরো দেশ। আর এই বিষয়গুলো নিয়ে তৈরি হয়েছে কম্পিউটার গেমস সেটলারস: রাইজ অব অ্যান এম্পায়ার। গেমারকে এখানে মধ্যযুগীয় ইউরোপের একজন রাজা বা রানির ভুমিকায় খেলতে হবে। চারটি ভিন্ন ভিন্ন শহর নিয়ে গেমার খেলা শুরু করবেন। এসব শহরের বাসিন্দাদের প্রত্যেকেরই আছে নিজস্ব ঐতিহ্য, আচার-আচরণ, সামর্থ্য, দুর্বলতা, সংস্কৃতি। আর যদি এগুলোও গেমারের জন্য যথেষ্ট না হয়, তাহলে গেমার নিজেই তৈরি করে নিতে পারবেন একটি নতুন জাতি এবং যাঁর চারিত্রিক বৈশিষ্ট্যও গেমার নিজে নির্ধারণ করে দিতে পারবেন। আর এভাবেই খেলতে হবে রাইজ অব অ্যান এম্পায়ার। কখনো যুদ্ধ করতে হবে আবার কখনো বুদ্ধি দিয়ে অতিক্রম করতে হবে সব সমস্যা। এতে শুধু যুদ্ধ নয়, মানুষের সভ্যতা, ব্যবসা-বাণিজ্য, রাজনীতি, সমাজনীতি সবকিছুর দিকে লক্ষ্য রেখে এগিয়ে যেতে হবে। বাসিন্দাদের খাবারের ব্যবস্থা, শিক্ষার ব্যবস্থা, বিনোদনের জন্য মেলা, সার্কাস ইত্যাদির আয়োজনসহ কাজ সুষ্ঠুভাবে পরিচালনা করতে হবে। এসব করার পাশাপাশি আপনাকে শক্তিশালী সৈন্যবাহিনী গড়ে তুলতে হবে, যার সাহায্যে রাজ্য জয় করে আপনার সাম্রাজ্যের বিস্তার করবেন। আর সময়ের পটপরিবর্তনের সঙ্গে সঙ্গে পরিবর্তন হবে আপনার গেমসের শব্দ ও গ্রাফিক্স। সুতরাং নিজেই গড়ে তুলুন সমৃদ্ধ জাতি আর পৃথিবী।


যা যা প্রয়োজন :
প্রসেসর: ইন্টেল পেন্টিয়াম ফোর ১.৮ গিগাহার্টজ।
র‌্যাম: ৫১২ মেগাবাইট। ভিডিওকার্ড: ৬৪ মেগাবাইট
থ্রিডি গ্রাফিক্স কার্ড।ডাইরেক্ট এক্স: ৯.০ সাপোর্টেড।
হার্ডডিস্ক ড্রাইভ: ৫ গিগাবাইট খালি জায়গা।
সিডি-রম ড্রাইভ: ১৬ এক্স।