ইন্টারনেটে মানুষের কাজের পরিধি বাড়ার সঙ্গে সঙ্গে এতে বিভিন্ন তথ্য রাখার হারও অনেক বেড়ে গেছে। কম্পিউটারের হার্ডডিস্ক হঠাৎ নষ্ট হয়ে যেতে পারে।তাই এখন অনেকেই চান ইন্টারনেটে নিজের দরকারি তথ্য সংরক্ষণ করে রাখতে। যাতে প্রয়োজনের সময় বিভিন্ন দরকারি তথ্য সহজে যেকোনো কম্পিউটার থেকে ইন্টারনেটের সাহায্যে পাওয়া যায় বা তথ্য যোগ করা যায়। ইন্টারনেটে এ ধরণের তথ্য সংরক্ষণ ব্যবস্থাগুলোর মধ্যে বর্তমানে সবচেয়ে জনপ্রিয় হল ‘এক্সড্রাইভ’. যুক্তরাষ্ট্রভিত্তিক ইন্টারনেট সেবাদাতা এওএল (আমেরিকান অনলাইন লিমিটেড) এক্সড্রাইভ-সেবা চালু করেছে। এক্সড্রাইভ একজন ব্যবহারকারীর ব্যক্তিগত ইন্টারনেট হার্ডডিক্স ড্রাইভ হিসেবে কাজ করে। এটি কম্পিউটারের সাধারণ হার্ডডিক্সের মতোই ব্যবহার করা যায়। এটি বিনামূল্যে পাঁচ গিগাবাইট পর্যন্ত জায়গা দিয়ে থাকে। এর চেয়ে বেশি জায়গা ব্যবহার করতে হলে এওল থেকে কিনতে হবে। এতে সবচেয়ে বড় সুবিধা হচ্ছে, আলাদা কোনো যন্ত্রাংশ ছাড়াই এ হার্ডডিক্স কাজ করে। ফলে কোনোভাবেই তথ্য নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে না। ছবি, গান, ভিডিওসহ যেকোনো ডকুমেন্ট এতে সংরক্ষণ করা যায়। ‘এক্সড্রাইভ শো’ প্রোগ্রামের সাহায্যে ছবি, গান ইত্যাদি স্লাইড শো আকারে সাজানো যায়। এ ছাড়া এক্সড্রাইভ পাওয়ার প্রোগ্রাম দিয়ে কম্পিউটার থেকে বিভিন্ন ফাইল সহজেই আপলোড করা যায়। এতে ড্র্যাগ অ্যান্ড ড্রপ (মাউস দিয়ে কোনো ফাইল ধরে অন্য জায়গায় ফেলা) সুবিধা থাকার ফলে প্রশিক্ষণ ছাড়াই যে কেউ এটি দিয়ে কাজ করতে পারে। শিডিউল ব্যাকআপের মাধ্যমে নির্দিষ্ট সময় পরপর পাওয়ার প্রোগ্রাম আপনাআপনিই কম্পিউটারের মাই ডকুমেন্ট ফোল্ডার থেকে বিভিন্ন তথ্য সংগ্রহ করতে পারে। এ ছাড়া সাধারণভাবে এতে ফাইল রাখার জন্য এক্সড্রাইভের আপলোড বাটনই যথেষ্ট। এর মাধ্যমে বন্ধু বা পরিচিতজনদের সঙ্গে ছবিসহ বিভিন্ন তথ্য আদান-প্রদান করা যায়। যেসব ফাইল ব্যবহারের (শেয়ার) অনুমতি থাকবে, শুধু সে ফাইলগুলো সবাই দেখতে পারবে। বিনামূল্যে সদস্য হওয়ার জন্য www.xdrive.com ঠিকানা সাইটে যেতে হবে।