উইকিপিডিয়া উইকিয়া সার্চ নামের নতুন একটি সার্চ ইঞ্জিন (ইন্টারনেটে তথ্য খোঁজার ওয়েবসাইট) চালু করতে যাচ্ছে। উইকিপিডিয়ার সহ-প্রতিষ্ঠাতা জিমি ওয়ালশ মনে করছেন, ইউকিয়া সার্চ উইকিপিডিয়ার মতোই সাফল্য পাবে। এ মাসেই http://www.wikia.com/ ঠিকানার এই ওয়েবসাইট চালু করা হয়েছে।
ওয়ালশের মতে, উইকিয়া গুগলের প্রতিদ্বন্দ্বী না। বর্তমানে এটি প্রাথমিক পর্যায়ে আছে, যা ধীরে ধীরে গুগলের সমমানের সার্চ ইঞ্জিন হয়ে উঠবে। এটি উন্নুক্ত প্রোগ্রামিং সংকেতনির্ভর সার্চ ইঞ্জিন, ফলে যে কেউ এর প্রোগ্রামিং সংকেত পড়তে পারবে। উইকিপিডিয়ার মতোই ইউকিয়া সার্চের তথ্য হালনাগাদ করতে পারবে যে কেউ। এতে বিভিন্ন ওয়েবপেইজের ক্রমমান নির্ধারণ করার জন্য সাধারণ গাণিতিক হিসাব ব্যবহার করা হয়েছে। ব্যবহারকারীরা তথ্য খোঁজার বিভিন্ন ফলাফলের ভিত্তিতে পেইজের মান নির্ধারণ করতে পারবে এবং উইকিয়ার উন্নয়নকারীরা বিভিন্ন মতামতের ভিত্তিতে এর উন্নয়ন করতে থাকবে। উইকিয়াতে কেউ যদি নিজের ওয়েবপেইজের ক্রমমান নিজেই বাড়ানোর চেষ্টা করে তবে সে ওয়েবসাইট বাতিল বা ওই সাইটের সব তথ্য মুছে ফেলা হবে অন্যান্য উইকি প্রকল্পের মতো। উইকিয়া
উইকিমিডিয়া ফাউন্ডেশনের একটি স্বাধীন প্রতিষ্ঠান। বিজ্ঞাপন প্রকাশ করে এটি অর্থ উপার্জন করবে। তবে প্রতিষ্ঠানটি ইতিমধ্যেই এক কোটি ৪০ লাখ ডলার পেয়েছে যার মধ্যে এক কোটি ডলার আমাজন ডট কম দিয়েছে। উইকির মতে, তথ্য জানার ব্যাপারে মানুষের কোনো বাধা থাকা উচিত না। বর্তমানে কোনো ওয়েবসাইট খোঁজার জন্য মানুষকে গুগল, ইয়াহু! বা মাইক্রোসফটের ওপর নির্ভর করতে হয়। এসব সার্চ ইঞ্জিন তাদের ইচ্ছামতো সাইট আটকে রাখে ফলে অনেক সময় অনেক সাইট অজানাই থেকে যায়। উইকিয়াতে এ ধরনের কোনো বাধা থাকবে না। এর আগে অনেকগুলো প্রতিষ্ঠান বড় বড় সার্চ ইঞ্জিনের প্রতিদ্বন্দ্বিতা করার চেষ্টা করে সফল হতে পারেনি। এখন দেখার বিষয়, উইকিয়া এ ক্ষেত্রে কতটুকু সাফল্য অর্জন করতে পারে।