প্রিয় গেমস এডিক্টসরা, আপনারা নিশ্চয়ই জানেন সোনালী চুলের নতুন বন্ড নায়কের পরবর্তী বন্ড মুভির নাম হচ্ছে ‘জেমস বন্ড ০০৭ : কোয়ান্টাম অব সোলাসি’। ডেনিয়েল ক্রেইগ অভিনীত প্রথম বন্ড মুভি ‘ক্যাসিনো রয়্যাল’ বক্স অফিসে ব্যাপক আলোড়ন তুলেছিল; ক্যাসিনো রয়্যালের শেষ দৃশ্য ছিল মিয়ামী বিচে ভিলেন ডিমিত্রিয়জ’কে তাড়া করছে বন্ড। আর পরবর্তী মুভি কোয়ান্টাম অব সোলাসি শুরু হবে এর পরবর্তী কাহিনী আর দৃশ্য দিয়েই। আমাদের গেমসটি খেলতে হবে ডেনিয়েল ক্রেইগের ডিজিটাল রূপটি নিয়ে। গেমসটির প্রথম দু’টি লেভেল হল ক্যাসিনো রয়্যালের ছায়া অবলম্বনে তৈরি। তারপর ডিমিত্রিয়জ’কে তাড়া করে বন্ড ঢুকে পড়ে একটি বিজ্ঞান জাদুঘরে। এরপর থেকে যে এ্যাকশন শুরু তা সব কোয়ান্টাম অব সোলাসি’র কাহিনী। কোয়ান্টাম অব সোলাসি গেমসটিতে পেছনে ব্যবহার করা হয়েছে ‘কল অব ডিউটি ৪’ গেমসটির এ্যাকশন এঞ্জিন। তাই গান কমব্যাট অর্থাৎ বন্দুক যুদ্ধে যে অস্ত্রশস্ত্র ও এ্যাকশন ব্যবহার করা হয়েছে তা সবই ‘কল অব ডিউটি ৪’ এর নিয়মেই রয়েছে। তবে আপনি নতুন একটি থার্ড পার্সন ভিউ পাবেন যা কল অব ডিউটি ৪ থেকে একেবারেই ভিন্ন। আর ফার্স্ট পার্সন শুটিং গেমস হওয়া সত্ত্বেও থার্ড পার্সন শুটিং গেমস মোডেও গেমসটি খেলতে খুব ভাল লাগবে। গেমসটির গ্রাফিক্স থ্রিডি কোয়ালিটি সম্পন্ন এবং বেশ উন্নত। গেমসটিতে মিউজিক ও সাউন্ড ভাল সাথে জেমস বন্ডের ক্ল্যাসিক মিউজিক তো থাকছেই।
জেমস বন্ড সিরিজের এ গেমসটিতে বুদ্ধি খাটিয়ে সমস্যা সমাধানের অনেকগুলো অপশন আছে যেখানে পারিপার্শ্বিক পরিস্থিতি বিবেচনা করে বন্ডকে বুদ্ধির পরিচয় দিতে হবে। বিজ্ঞান জাদুঘরের ভেতরে যে লেভেলটি রয়েছে সেখানে বন্ড একজন জাদুঘরের কর্মচারীর সেলফোন পায়; সেটির মধ্যে টেক্সট মেসেজে লেখা একটি মেসেজ ‘দুর্বল বাল্বের আলো আর ছবিগুলো প্রদর্শনীতে আরো উপরে টানাও’-এর অর্থ উদ্ধার করে পরবর্তী এ্যাকশন নিতে হবে। এই মেসেজের অর্থ হচ্ছে লিওনার্দো দ্য ভিঞ্চির হেলিকপ্টারটি গুলি করে তার মধ্যে অবস্থিত পাঁচজন ভিলেনকে খতম করতে হবে।
আর মন্টিনিগ্রো ট্রেন লেভেলে, যা ক্যাসিনো রয়্যালের একটি কাহিনী দৃশ্য থেকে নেওয়া হয়েছে, তাতে রয়েছে বেশ কতগুলো এ্যাকশন পর্ব। আর ট্রেনের ভেতরের এ্যাকশন শেষ করে আপনি নিজেকে খুঁজে পাবেন জানালা কাঁচহীন একটি ফ্রেইট কারের মধ্যে আর সেই কারটিকে ধ্বংস করতে এগিয়ে আসছে বারুদভর্তি একটি ওয়াগন ট্রেন। আর নিজেকে মুক্ত করে ফ্রেইট কারটি চালিয়ে তবে রক্ষা পাবেন মৃত্যুর হাত থেকে।
এবারে জানিয়ে দেই গেমটির মজার একটি অপশন। গেমসটিতে মাল্টিপ্লেয়ার অপশন রয়েছে যার ফলে বন্ড ছাড়াও অন্য চরিত্র ধারণ করে আপানি গেমসটি খেলতে পারবেন। অন্য দু’টি চরিত্র নিয়ে খেলার সুযোগটি হল- এমআইসিক্স অপারেটিভ হিসেবে এবং একজন রহস্যময় সন্ত্রাসী হিসেবে। জেমস বন্ড : কোয়ান্টাম অব সোলাসি গেমসটি সম্পূর্ণ ভার্সন মুক্তি পাবে নভেম্বর মাসের ৪ তারিখে। পিসি গেমসের সাথে সাথে এক্সবক্স ৩৬০, নিনটেনডো, উই সব ভার্সনেই গেমসটি পাওয়া যাবে।
সিস্টেম রিকোয়ারমেন্ট
অপারেটিং সিস্টেম : উইন্ডোজ ভিসতা
মেমোরি : ২ জিবি
প্রসেসর : ২.৪ গিগাহার্জ
হার্ডডিস্ক স্পেস : ১.৫ জিবি (কমপক্ষে)
গ্রাফিক্স : এনভিডিয়া/জিফোর্স ৫১২ এমবি