গ্লোবাল ব্র্যান্ড বাংলাদেশে এনেছে রিয়েলভিউ কোম্পানির আরভি৩৮১০ মডেলের এক্সটার্নাল টিভি কার্ড। শুধুমাত্র কম্পিউটার মনিটরে এ টিভি কার্ডটির মাধ্যমে ব্যবহারকারী উপভোগ করতে পারেন ঝক্ঝকে মনোরম টিভি দেখার অনুভূতি। কারণ, এতে রয়েছে অত্যাধুনিক কম্বো চিপ। ব্যবহারকারীর সুবিধার জন্য রয়েছে ওএসডি ফাংশন, বিল্ট-ইন স্পিকার এবং দূরনিয়ন্ত্রক যন্ত্র, যার মাধ্যমে টিভি কার্ডটির সবগুলো ফাংশন দূর হতে নিয়ন্ত্রণ করা যায়। এক্সটার্নাল টিভি কার্ডটি সর্বোচ্চ ১০০০টি চ্যানেল সংরক্ষণ করতে পারে। এমএমআই টার্মিনাল সমৃদ্ধ এ এক্সটার্নাল টিভি কার্ডটিতে এভি ইনপুট/আউটপুট পোর্ট থাকায় এতে ডিভিডি বা ভিসিডি প্লেয়ার সংযোগ দিয়ে এমপিথ্রি গান উপভোগ করা যায় এবং বিভিন্ন গেম খেলা যায়। এছাড়া আলাদা স্পিকারও এতে ব্যবহার করা যায়। মূল্য : ১,৫০০ টাকা।