দেশের খবর (www.desherkhobor.net) নামে একটি নতুন ওয়েব পোর্টাল ইন্টারনেটে চালু হয়েছে। এতে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলের খবরের পাশাপাশি কৃষি, মানবাধিকার, শিক্ষা, সংস্কৃতি, পরিবেশ, নারী, শিশু, আদিবাসী ইত্যাদি নানা বিষয়ের জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ থাকবে। পাশাপাশি ধারণ করা খবর শোনার ব্যবস্থাও এতে থাকছে।
দেশের খবর স্থানীয় পর্যায়ে প্রকাশিত পত্রিকাগুলোকেও ইন্টারনেটে তুলে ধরবে। যে কেউ সমকালীন বিভিন্ন বিষয়ে মতামত, বিশ্লেষণ, সৃজনশীল ও মননশীল লেখা, জীবনঘনিষ্ঠ ফিচারধর্মী রচনা, নিজ এলাকার সমস্যা ও সম্ভাবনা নিয়ে দেশের খবরে প্রতিবেদন, ছবি, শব্দ, চলমান চিত্র ইত্যাদি পাঠাতে পারবেন।