মোবাইল ফোন ছাড়া জীবন এখন অন্ধকার বিবেচনা করা হলেও ভুল হবে না। প্রাত্যহিক জীবনের প্রায় প্রতিটি ক্ষেত্রেই মোবাইল ফোন এখন দরকারি। মোবাইল ফোনকে বর্তমানে মানুষ ডিজিটাল ডায়েরি বা কম্পিউটারের বিকল্প হিসেবেও ব্যবহার করে এবং বিভিন্ন প্রয়োজনীয় তথ্য মোবাইল ফোনে সংরক্ষণ করে রাখে। মোবাইল ফোন সব সময় মানুষের সঙ্গে থাকে এবং আকারে ছোট হওয়ায় এটি যেকোনো সময় হারিয়ে যেতে পারে, চুরি বা ছিনতাইও হতে পারে। নিজের মোবাইল ফোনটি একবার হারিয়ে গেলে বেশ ঝামেলাই পোহাতে হয় ব্যবহারকারীকে। সংযোগ পুনরুদ্ধার করা গেলেও, সিমকার্ডে আর মোবাইলের ফোনবইতে থাকা রাজ্যের ফোন নম্বর, বিভিন্ন দরকারি তথ্য ফিরে পাওয়া আর যায় না। এর সমাধানে আমেরিকান আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়-বাংলাদেশের (এআইইউবি) কম্পিউটার কৌশল বিভাগের ছাত্র আনাম আহমেদ চৌধুরী মোবাইল ফোনের জন্য একটি ডিজিটাল ফোন বই ব্যবস্থা তৈরি করেছেন। জাভা সমর্থন করে এমন যেকোনো মোবাইল ফোনে এ ফোন বইয়ের সফটওয়্যার ব্যবহার করা যাবে। তবে এটি চালানোর জন্য অবশ্যই মোবাইলটি ওয়াপ বা ইন্টারনেটে সংযুক্ত থাকতে হবে। এ সফটওয়্যার মোবাইল ফোনে একটি ফোন বই হিসেবে কাজ করে। বইটি আপনাআপনিই মোবাইল ফোনের মেমরি এবং সিমকার্ডে সংরক্ষিত নাম, ফোন নম্বর, ঠিকানা এবং ছবি সংরক্ষণ করবে। সফটওয়্যারটির মাধ্যমে আলাদাভাবেও একজন মানুষের পুরো নাম, ডাকনাম, ল্যান্ডফোন ও মোবাইল ফোন নম্বর, তার দেশ, ঠিকানা, জিপকোড, ছবি ইত্যাদি সংরক্ষণ করে রাখা যাবে। ফলে এটিকে মোবাইল অ্যাড্রেস বুক হিসেবেও ব্যবহার করা যাবে। আনাম জানান, সফটওয়্যারটি মোবাইল ফোনে সংরক্ষিত এসব তথ্য মোবাইল ইন্টারনেট বা ওয়াপের সাহায্যে নির্দিষ্ট কোনো সার্ভারে সংরক্ষণ করবে (এ সার্ভারের নাম দেওয়া হয়েছে ওয়েব ডোম) এবং প্রত্যেক ব্যবহারকারীর জন্য আলাদা নাম এবং পাসওয়ার্ড থাকবে।সিমকার্ড বা ফোন কোনোভাবে হারিয়ে গেলে সার্ভারে রাখা ঠিকানা বা ফোনবই আবার সার্ভার থেকে মোবাইল ফোনে নামিয়ে নেওয়া যাবে।এ ছাড়া ব্যবহারকারী যেকোনো সময় তাঁর নাম এবং পাসওয়ার্ড ব্যবহার করে তথ্যভান্ডারে ঢুকতে পারবে। সার্ভারে বিভিন্ন ব্যবহারকারীর তথ্য সংরক্ষণের জন্য একটি তথ্যভান্ডার ব্যবস্থা (ডেটাবেইস) তৈরি করেছেন নির্মাতা। এ তথ্যভান্ডার সার্ভারে আসা ব্যবহারকারীর বিভিন্ন তথ্য সংরক্ষণ করবে। মোবাইল ফোনে ব্যবহারের জন্য যে সফটওয়্যার রয়েছে, তা তৈরি করা হয়েছে জেটুএমই প্রোগ্রাম দিয়ে। ডেটাবেইসটি তৈরি করা হয়েছে মাইক্রোসফট এসকিউএল সার্ভার ২০০৫ এবং মাইক্রোসফট ম্যানেজমেন্ট স্টুডিও এক্সপ্রেস দিয়ে। সফটওয়্যারটি প্রথমবার ইনস্টল করে চালানোর জন্য ব্যবহারকারীকে নিবন্ধন করতে হবে। নিবন্ধনের পর সার্ভার থেকে নিশ্চিতকরণ মুঠোবার্তা (এসএমএস) পাঠানো হবে ব্যবহারকারীকে। মোবাইল সেবাদাতা প্রতিষ্ঠানগুলো তাদের গ্রাহকদের জন্য এ ধরনের সফটওয়্যার ব্যবহার করে বিভিন্ন সেবা দিতে পারে বলেজানান আনাম।