বিশ্বজুড়ে ক্রমবর্ধমান শিল্প হিসেবে প্রতিষ্ঠিত অ্যানিমেশন শিল্প। বিলিয়ন বিলিয়ন ডলার উপার্জনের অন্যতম প্রধান একটি খাত হিসেবে বর্তমানে অ্যানিমেশন শিল্পের চাহিদা রয়েছে। আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত নিজেদের প্রযুক্তিকে ব্যবহারের মাধ্যমে দিন দিনই অ্যানিমেশন শিল্পে নিজেদেরকে প্রতিষ্ঠিত করে চলেছে। ভারতে অ্যানিমেশন শিল্প মূলত মুম্বাই, ব্যাঙ্গালোর, হায়দ্রাবাদ-এ স্থাপিত হলেও বিশাল আউটসোর্সিং-এর কাজের মাধ্যমে বিশ্বে নিজেদের অবস্থানকে সুসংহত করতে সক্ষম হয়েছে। অ্যানিমেশন শিল্পে ভারত আশা করছে ২০১০ সালোর মধ্যে এক বিলিয়ন ডলার আয় করতে পারবে। বর্তমানে প্রায় তিন লক্ষ ব্যক্তি অ্যানিমেশন শিল্পে নিয়োজিত রয়েছে সারা ভারত জুড়ে। যদিও বিশেষজ্ঞদের মতে এখনো প্রায় ১০ হাজার শিল্পী এবং প্রায় দুই হাজার প্রোগ্রামারের চাহিদা রয়েছে ভারতে। কেননা, উন্নত বিশ্বের তুলনায় ভারতের অ্যানিমেশনের কাজের ব্যয় পনের ভাগের এক ভাগ। তাই বিশ্ব জুড়ে ক্রমবর্ধমান এই অ্যানিমেশন শিল্পে আউটসোর্সিং-এর মাধ্যমে প্রচুর কাজের অর্ডার পাচ্ছে ভারত। সেই সাথে নিজেদের প্রতিষ্ঠানসমূহের তৈরিকৃত অ্যানিমেশন চিত্র/সিনেমা সারাবিশ্বে বিক্রয়ের মাধ্যমে প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জন করতে সক্ষম হচ্ছে সারাদেশ জুড়ে প্রায় দু’শ অ্যানিমেশন ৪০ ভিএফএক্স এবং ৩৫টি গেম ডেভেলপমেন্ট স্টুডিও এর মাধ্যমে। যদিও চাহিদার তুলনায় যথেষ্ট নয় বলে জানান ব্যাঙ্গালোরে প্রতিষ্ঠিত জাদুওয়ার্কস স্টুডিও’র আশিস কূলকার্নি। তার মতে, ভারতে অ্যানিমেশনে সিনেমা প্রোডাকশন নিজের স্বকীয়তা অর্জন করতে সক্ষম হয়েছে। যার মাধ্যমে এখন সময় এসেছে বিশ্বজুড়ে নিজেদের সক্ষমতা প্রমাণের। সরকারও এক্ষেত্রে ব্যবসায়িদের অ্যানিমেশন শিল্পে নিজেদের অবস্থান সুসংহত করতে যথাযথ সহায়তা প্রদান করছে। সেই সাথে দক্ষ প্রযুক্তিবিদ তৈরির মাধ্যমে উন্নত অ্যানিমেশন ছবি এবং কার্টুন তৈরির মাধ্যমে তরুণরা দেশের অর্থনীতিকে সমৃদ্ধ করে চলেছে। অ্যানিমেশন শিল্পের সবচেয়ে বড় বাজার হিসেবে যুক্তরাষ্ট্র এবং কানাডাতে নিজেদের অ্যানিমেশন রপ্তানির লক্ষ্যে বিভিন্ন প্রতিষ্ঠান এই সকল দেশেসমূহ নিজেদের অফিস স্থাপনের মাধ্যমে বিপুল পরিমাণ আউটসোর্সিং-এর কাজ সমাধা করছে। এখন চাহিদার তুলনায় দক্ষ অ্যানিমেটরের সংখ্যা কম হবার কারণে চেষ্টা চলছে দক্ষ অ্যানিমেটর তৈরির। বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা অর্জনের মাধ্যমে দেশের অর্থনীতিকে অধিকতর প্রতিষ্ঠিত করতে কাজ করে চলেছে ভারতের অ্যানিমেশন শিল্প।