ওয়াই-ম্যাক্স প্রযুক্তির সফল বাস্তবায়নের মাধ্যমে বিশ্বে সর্বপ্রথম ওয়াই-ম্যাক্স প্রযুক্তি সম্বলিত সমুদ্রবন্দর হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছে সিঙ্গাপুর সমুদ্র বন্দর। এর ফলে সিঙ্গাপুর সমুদ্র বন্দর ব্যবহারকারী সকল দেশী এবং বিদেশী নৌযান ওয়্যারলেস ব্রডব্যান্ড সুবিধা উপভোগ করতে পারবে। আধুনিক প্রযুক্তিকে কাজে লাগিয়ে নিজেদের সমুদ্র বন্দরকে ওয়াই-ম্যাক্স প্রযুক্তি সমৃদ্ধ করার ঘটনা বিশ্বে এই প্রথম। ওয়াই-মাক্স সমৃদ্ধ এই বন্দরটি ব্যবহারকারীদের প্রায় ১৫ কিমি পর্যন্ত ওয়াইম্যাক্স-এর আওতায় দ্রুতগতির ওয়্যারলেস ব্রডব্যান্ড কানেকশনের মাধ্যমে স্বল্পমূল্যে ইন্টারনেট ব্যবহারের সুযোগ করে দিবে। সিঙ্গাপুর সমুদ্র বন্দর বিশ্বের অন্যতম ব্যস্ত বন্দর হিসেবে বিশ্বে প্রতিষ্ঠিত হওয়ায় ওয়াই-ম্যাক্স প্রযুক্তিকে কাজে লাগানোর মাধ্যমে বন্দর ব্যবহারকারী সকল নৌযান উপকৃত হবে বলে আশা করা যাচ্ছে। উল্লেখ্য, সিঙ্গাপুর ওয়াই-ম্যাক্স প্রযুক্তি বাস্তবায়নের লক্ষ্যে ২০০৭ সালের সেপ্টেম্বর মাসে এই প্রোজেক্ট গ্রহন করে এবং আইডিএ এই প্রোজেক্ট বাস্তবায়ন করে। এটি মূলত কিউ ম্যাক্স কমিউনিকেশন্স এবং ব্রডব্যান্ড অবকাঠামোর মাধ্যমে ব্যবহারকারীদের ইন্টারনেট সুবিধা প্রদান করবে। এই প্রযুক্তি সর্বপ্রথম সিঙ্গাপুর তাদের সমুদ্রবন্দরে বাস্তবায়নের মাধ্যমে তাদের শিল্প বাণিজ্যে নতুন করে গতিশীলতা আনতে সক্ষম হবে বলে সংশ্লিষ্টরা আশা করে। কেননা, এতোদিন সমুদ্র পথে পরিচালিত ব্যবসা-বাণিজ্য আধুনিক প্রযুক্তি ব্যবহার হতে অনেক পিছিয়ে ছিল। সেই সাথে স্বল্প সংখ্যক ব্যবহারকারী স্যাটেলাইট নির্ভর যোগাযোগ ব্যবস্থার মাধ্যমে উচ্চমূল্যে তাদের প্রয়োজনীয় ব্যবসা এবং কাজকর্ম পরিচালনা করতো। কিন্তু এই ওয়াই-ম্যাক্স নেটওয়ার্ক ব্যবহারের মাধ্যমে সিঙ্গাপুরে ব্যবসা পরিচালনাকারী নৌ-যান সমূহ ১৫ কিলোমিটার বিস্তৃত অঞ্চলে নিজেদেরকে স্বল্পমূল্যে যোগাযোগ প্রতিষ্ঠা করতে সক্ষম হবে। এই প্রযুক্তির মাধ্যমে ব্যবহারকারীরা ৫১২ কেবিপিএস গতি সম্পন্ন আনলিমিটেড ইন্টারনেটে ব্যবহার করতে পারবে।



