বিশ্বখ্যাত সার্চ ইঞ্জিন গুগল তাদের পরবর্তী ব্যবসায়িক পরিকল্পনা হিসেবে অচিরেই শুরু করতে যাচ্ছে ওয়েব সাইট তৈরির কার্যক্রম। বিশ্বজুড়ে অগনিত মানুষ তাদের কাঙ্খিত ওয়েব সাইট খুঁজে নিতে এতদিন গুগল ব্যবহার করলেও অদূর ভবিষ্যতে গুগলের সেবা গ্রহণ করে তাদের প্রয়োজনীয় ওয়েব সাইট তৈরি করতে পারবে। গুগলের এই ওয়েব সাইট তৈরির সিদ্ধান্তের পিছনে মূলত রয়েছে ওয়েব সাম্রাজ্যের একচ্ছত্র কর্তৃত্ব নিজের দখলে নেবার ভবিষ্যত পরিকল্পনা। প্রাথমিক ভাবে গুগল তাদের এই সেবা সমূহ ব্যবহারকারীদের কল্যাণে বিনামূল্যে প্রদানের সিদ্ধান্ত গ্রহণ করেছে। যার মাধ্যমে একজন ইন্টারনেট ব্যবহারকারী গুগলের সেবা গ্রহণ করার মাধ্যমে তাদের প্রয়োজনীয় ওয়েব সাইট অতি সহজে তৈরি করতে সক্ষম হবে। গুগলের এই ওয়েব সাইট ডিজাইনের ক্ষেত্রে হাইটেক নিওফাইটস প্রযুক্তি ব্যবহার করা হয়েছে যার মাধ্যমে একজন ব্যক্তি তার তথ্য অন্য কোনো ব্যক্তির সাথে সমন্বয় সাধনের মাধ্যমে ইন্টারনেটে তার কাঙ্খিত ওয়েব সাইট তৈরি করতে পারে। উল্লেখ্য, গুগলের নতুন এই ব্যবসায়িক পরিকল্পনা মূলত মাইক্রোসফটের শেয়ার পয়েন্ট-কে প্রতিযোগিতার মুখে তুলবে বলে সংশ্লিষ্টরা মনে করেন। কেননা মাইক্রোসফটের শেয়ার পয়েন্ট সেবা ব্যবহার করতে হলে ব্যবহারকারীদের সুনির্দিষ্ট পরিমাণ অর্থ প্রদান করতে হয়। কিন্তু গুগল তাদের এই সেবা সমূহ প্রাথমিক ভাবে ব্যবহারকারীদের কল্যাণে বিনামূল্যে প্রদান করবে বলে জানিয়েছে। গুগল এই ওয়েব সাইট তৈরির কার্যক্রম তাদের নিজস্ব অ্যাপ্লিকেশন এর মাধ্যমে সম্পন্ন করবে বিধায় ব্যবহারকারীরা স্বাচ্ছন্দ্যে তাদের ওয়েব সাইটে যে কোন নতুন তথ্য এবং ছবি প্রদানের সুযোগ লাভ করবে এবং ইন্টারনেটে তাদের নিজস্ব পরিচিতি অপেক্ষাকৃত উন্নত সংস্করণ হিসেবে নিজেদেরকে উপস্থাপন করতে সক্ষম হবে। গুগলে এই নতুন সেবা মূলক ব্যবসায়িক পরিকল্পনা বাস্তবায়িত হলে ব্যবহারকারীরা তাদের প্রয়োজনীয় সকল তথ্য ইন্টারনেটে খুঁজে পেতে গুগল ব্যবহারের পাশাপাশি নিজস্ব ঠিকানা হিসেবে ওয়েব সাইট তৈরিতে গুগলকে পাশে পাবে। ফলে অদূর ভবিষ্যতে গুগল কর্পোরেশনের কর্মকাণ্ডে অধিক পরিমাণ ব্যক্তি নিজেদেরকে সম্পৃক্ত করতে সক্ষম হবে বলে আশা করা যায়। গুগলের এই ওয়েব সাইট ডিজাইন এমনভাবে তৈরি করা হয়েছে যার মাধ্যমে ওয়েব পেজ সমন্ধে স্বল্প জ্ঞান সম্পন্ন ব্যক্তিও তাদের প্রয়োজনীয় সকল ধরনের সেবা গ্রহণের মাধ্যমে মানসম্পন্ন ওয়েব সাইট তৈরি করার পাশাপাশি সবসময় প্রয়োজনে তা উন্নয়ন ঘটাতে সক্ষম হবে। ফলে অদূর ভবিষ্যতে ইন্টারনেট বিশ্বে নিজেদেরকে শীর্ষে উপস্থাপন করতে সক্ষম হবে গুগল।