চায়নাতে তৈরিকৃত ১০ ইঞ্চি বিশিষ্ট এই ডিজিটাল ফটো ফ্রেমটির বিশেষত্ব হচ্ছে এটি জেপিইজি, এমপিইজি১/এমপিইজি২/ এমপিথ্রি ফরমেট সাপোর্ট করে। এতে মেমোরী কার্ড হিসেবে রয়েছে এসডি, এমএমসি, এমএস মেমোরী কার্ড এবং এটি ইউএসবি সাপোর্ট করে। এই ডিজিটাল ফটোফ্রেমটির মাধ্যমে একজন ব্যবহারকারী তার সংগ্রহিত ডিজিটাল ছবি অথবা মুভি ফাইল সমূহ এর মাধ্যমে দেখতে সক্ষম। অর্থাৎ ব্যবহারকারীর স্টোরকৃত ছবি সমূহকে নির্দিষ্ট সময় অনুযায়ী পরিবর্তনের মাধ্যমে প্রদর্শন করতে সক্ষম এই ডিজিটাল ফটো ফ্রেম।