বর্তমানে দিন দিন বৃদ্ধি পাওয়া মোবাইল ওয়েব ব্যবসাতে নিজেদের আধিপত্ত বিস্তারের লক্ষ্যে মোবাইল ওয়েবে প্রবেশ করার পথে কার্যক্রম শুরু করেছে মাইক্রোসফট কর্পোরেশন। এরই ধারাবাহিকতায় বিশ্বের শীর্ষ স্থানীয় এই সফটওয়্যার প্রতিষ্ঠানটি শীর্ষস্থানীয় মোবাইল হ্যান্ডসেট তৈরিকারক প্রতিষ্ঠান নোকিয়ার সাথে চুক্তি স্বাক্ষর করেছে। এ চুক্তির আলোকে নোকিয়া মাইক্রোসফটকে ‘সিলভার লাইট’ প্লাটফর্ম প্রদানের মাধ্যমে মোবাইল ওয়েবে মাইক্রোসফটের প্রবেশাধিকার নিশ্চিত করবে। ‘সিলভার লাইট’ মূলত এডব ফ্ল্যাশের সাথে প্রতিদ্বন্দ্বিতা করবে কেননা এডব ফ্ল্যাশ ইতোমধ্যেই জনপ্রিয় ওয়েব সাইট সমূহ বিশেষ করে ইউটিউব এ ব্যবহৃত হয়েছে। মূলত নোকিয়ার উচ্চ প্রযুক্তির স্মার্ট ফোন সমূহে মাইক্রোসফটের তৈরিকৃত অপারেটিং সিস্টেম ‘সিনবিয়ান’ কার্যক্ষম হবে।
সেই সাথে নোকিয়া এস৬০ প্ল্যাটফর্মে সিনবিয়ান অপারেটিং সিস্টেম ব্যবহার করার মাধ্যমে ‘সিলভার লাইট’কে ব্যবহারকারীদের জন্য উপযোগী করে তুলবে। এর মাধ্যমে একজন ব্যবহারকারী কুল ওয়েব ২.০ এপ্লিকেশন ব্যবহারের মাধ্যমে যেসকল কাজ সমূহ তাদের ম্যাক অথবা ডেস্কটপ পিসির মাধ্যমে ইতোপূর্বে করতে সক্ষম হতো তা এখন তাদের মোবাইল ফোনের মাধ্যমেই করতে সক্ষম হবে। নোকিয়ার সর্বশেষ প্রযুক্তি সমৃদ্ধ এন৯৬ ফোনের মাধ্যমে ব্যবহারকারীরা এ সুবিধা পাবে বলে আশা করছে নোকিয়া। উল্লেখ্য, নোকিয়ার এন৯৫ মডেলের ব্যাপক জনপ্রিয়তার পর নোকিয়া এন৯৬ ফোন বাজারে ছাড়ে। ‘সিলভার লাইট’ এর বিশেষত্ব হচ্ছে এটি ওয়েব সম্রাজ্যে ব্যবহারকারীদের স্বাচ্ছন্দ্যে তাদের প্রয়োজনীয় কাজ করার সক্ষমতা প্রদান করবে। অর্থাৎ ওয়েব ডিজাইনার এবং ডেভেলপাররা এটিকে উচ্চ ক্ষমতা সম্পন্ন ওয়েব এপ্লিকেশন সমূহ সংযুক্ত করায় এটি স্বাধীনভাবে ব্যবহারকারীরা ইন্টারনেট ব্রাউজ এবং অপারেটিং সিস্টেম সমূহ তাদের হাতে হ্যান্ডসেটের মাধ্যমে পরিচালনা করতে পারবে। মাইক্রোসফটের তৈরিকৃত এই সফটওয়্যারটি বাজারে আসার সাথে সাথে পূর্বে বহুল পরিচিত এডব ফ্ল্যাশকে পিছনে ফেলে নিজেকে প্রতিষ্ঠিত করতে সক্ষম হয়েছে। যদি ও এডব ফ্ল্যাশ লক্ষ লক্ষ মোবাইল ফোনে ব্যবহার করা হয়ে থাকে।



