সভ্যতার হাত ধরে অনবরত ছুটে চলছে প্রযুক্তি। প্রযুক্তির সাথে মিতালী করে তাই প্রতিনিয়তই তৈরি হচ্ছে নানাবিধ প্রযুক্তিগত পণ্য। এ সকল পণ্য ব্যবহারে মানুষ যেন তার সম্পূর্ণ প্রয়াসটুকু ঢেলে দিতে পারে সে জন্যও চলছে নানাবিধ উদ্যোগ। এরই ধারাবাহিকতার বিখ্যাত অটো তৈরিকারক কোম্পানী টয়োটা মটর কর্পোরেশন অভিনব উদ্যোগ নিয়েছে। গাড়ি তৈরিতে ধ্যান দেবার পাশাপাশি ড্রাইভারগণ যেন গাড়ি ঠিকমত চালায় এবার সে ধরনের সিস্টেম ডেভেলপ করার কাজে মনোনিবেশ করতে যাচ্ছে টয়োটা। এ জন্য সম্প্রতি তারা ঘোষণা দিয়েছে গাড়িতে এমন একটি সিস্টেম ডেভেলপ করবে যাতে আই মনিটরিং ব্যবস্থা চালু থাকবে। যাতে করে ড্রাইভারের হাত যখন স্টিয়ারিং এর উপর থাকবে তখন যেন ড্রাইভার ঘুমিয়ে না পড়ে সেদিকে লক্ষ্য রাখবে অটোমেটিক কার মনিটরিং সিস্টেম। এই সিস্টেম দেবে প্রি-ক্র্যাশ সেফটি সিস্টেম। যাতে থাকবে আই মনিটরিং ফাংশন। যা ড্রাইভারের মুখায়বের উপর দৃষ্টি রাখবে ড্রাইভারের উপস্থিত ড্রাইভিং সক্ষমতার উপর। এই পদ্ধতিটি টয়োটাই সর্বপ্রথম কার্যকর করতে যাচ্ছে। খুব নিকট ভবিষ্যতেই এটা জাপানের রাস্তায় ব্যবহৃত টয়োটার গাড়িগুলোতে চালু হবে বলে কোম্পানিটি জানিয়েছে। এতে আছে ড্রাইভার মনিটরিং ক্যামেরা এবং ইমেজ প্রসেসিং কম্পিউটার। যা ড্রাইভারের উপরের এবং নীচের আইলিডের উপর লক্ষ্য রাখবে। সেফটি সিস্টেম যদি কোন রকমের অসঙ্গতি দেখে ড্রাইভারের চোখে তবে সঙ্গে সঙ্গে সতর্ক বার্তা দেবে।



