সিলভারলাইট হলো ওয়েবভিত্তিক ডিজিটাল ভিডিও প্রযুক্তি। এই প্রযুক্তির উন্নয়নকাজ করেছে মাইক্রোসফট। এটি মূলত ক্রস প্লাটফর্ম প্লাগ-ইন হিসেবে বিভিন্ন ওয়েব ব্রাউজারে কাজ করে। মোজিলা ফায়ারফক্স, সাফারি ও ইন্টারনেট এক্সপ্লোরারের মতো বিভিন্ন ওয়েব ব্রাউজারে এই ব্রাউজার প্লাগ-ইনটি বিনামূল্যে ব্যবহার করা যায়। সিলভারলাইট অনেকটা অ্যাডোবি ম্যাক্রোমিডিয়া ফ্ল্যাশ প্লেয়ার এবং অ্যাপলের কুইক টাইম প্লেয়ারের বিকল্প হিসেবে কাজ করে। সিলভারলাইটের ভিত্তি হলো মাইক্রোসফটের নেট ফ্রেমওয়ার্ক এবং এর উন্নয়নকাজ করা যায় অ্যাপাচি, জাভা স্ক্রিপ্ট, এক্সএইচটিএমএলের মতো প্রোগ্রামের সহায়তায়।