মডেম শব্দটি এসেছে মডিউলেটর-ডিমডিউলেটরের একটি সংক্ষিপ্ত রূপ থেকে। সাধারণত মডেমে কম্পিউটারের সঙ্গে যুক্ত করা হয় টেলিফোন কিংবা কেব্ল লাইনের মাধ্যমে ডেটা বা তথ্য স্থানান্তর করার উদ্দেশ্যে। কম্পিউটারে যেসব তথ্য সংরক্ষিত অবস্থায় থাকে, সেগুলো মূলত ডিজিটাল আকারে সজ্জিত থাকে। কিন্তু টেলিফোন লাইনে এই তথ্যগুলো প্রেরণ করার জন্য এনালগ তরঙ্গে রূপান্তরের প্রয়োজন হয়। এই মডেমের কাজ হলো, তথ্যগুলোকে ডিজিটাল অবস্থা থেকে অ্যানালগ তরঙ্গে রূপান্তর করা। সাধারণত কম্পিউটারে দুই ধরনের মডেম ব্যবহার করা হয়। একটি হলো এক্সটারনাল, আরেকটি হলো ইন্টারনাল মডেম। এ ছাড়া কিছু মডেমে ভয়েসে তথ্য স্থানান্তর করা যায়। বেশ কিছু মডেমে তথ্য সংকোচন করার ব্যবস্থা আছে, এর ফলে তথ্য স্থানান্তরের গতি অনেকাংশে বেড়ে যায়।