পৃথিবীতে কোনো কিছুই অসাধ্য নয়। তবে সবাই সবকিছু পারে না।সেরকমই কম্পিউটার গেম ডাইরেক্ট অ্যাকশন: অ্যাক্ট অব ওয়ার-এ অসম্পুর্ণ অভিযানগুলো শেষ করার দায়িত্ব নিতে হবে টাস্ক ফোর্স ট্যালেনকে। আর এর দলনেতা হিসেবে সন্ত্রাসীদের বিরুদ্ধে যুদ্ধে নামাতে হবে গেমারকে। এর প্রথম পর্ব হিসেবে যেতে হবে মরুভুমিতে, যেখানে সন্ত্রাসীরা প্রশিক্ষণ ক্যাম্প পরিচালনা করছে। সেই প্রশিক্ষণ ক্যাম্প ধ্বংস করে একে একে এগোতে হবে বিভিন্ন দেশের সন্ত্রাসীদের আস্তানা ধ্বংস করার জন্য। গেমসে শত্রু ধ্বংসের পাশাপাশি গেমারকে শক্তি বাড়াতে হবে, কৌশল করে এগোতে হয় (স্ট্র্যাটেজি) এমন গেমসের মতো। এর জন্য কখনো মরুভুমি থেকে তেল আহরণ করে বিক্রি করতে হবে। আবার শত্রু পক্ষের লোকদের জিম্মি করে মুক্তিপণ আদায় করা যাবে। এভাবে বাহিনীকে শক্তিশালী করে তুলতে হবে। এসব টাকার বিনিময়ে গেমসের গ্রাফিক্স ও অ্যানিমেশন গেমারকে আকর্ষণ করবে খুব সহজে। এর পাশাপাশি সাউন্ড এফেক্টেও ভিন্নতা আনা হয়েছে, যার ফলে গোলাগুলি থেকে শুরু করে যেকোনো শব্দ আপনার কাছে অসহ্য মনে হবে না। সুতরাং অ্যাকশন ও স্ট্র্যাটিজি গেম একসঙ্গে খেলতে চাইলে এখনই কম্পিউটারের সামনে বসে পড়তে হবে ডাইরেক্ট অ্যাকশন: অ্যাক্ট অব ওয়ার গেমসটি নিয়ে।
যা যা প্রয়োজন :
অপারেটিং সিস্টেম: উইন্ডোজ ৯৫, ৯৮, ২০০০, এনটি
প্রসেসর: পেন্টিয়াম ফোর ১.৫ গিগা হার্টজ
ভিডিওকার্ড: থ্রিডি গ্রাফিক্স এক্সিলারেটর
হার্ডড্রাইভ: ৬০০০ মেগাবাইট খালি জায়গা
সিডি-রম ড্রাইভ: ৮ এক্সর্যাম: ২৫৬ মেগাবাইট



