নানা প্রয়োজনে যেকোনো তারিখ বাংলা থেকে ইংরেজি বর্ষপঞ্জি বা ইংরেজি থেকে বাংলা বর্ষপঞ্জিতে রূপান্তরের দরকার হয়। কম্পিউটারে ইংরেজি বর্ষপঞ্জি থাকলেও বাংলা বর্ষপঞ্জি নেই।এই সমস্যা দুর করতে হুমায়ুন কবির এমএস এক্সেলের সাহায্যে তৈরি করেছেন ‘বৈশাখী টুইন ক্যালেন্ডার’ সফটওয়্যার। এর মাধ্যমে যেকোনো বাংলা বা ইংরেজি তারিখকে একটি থেকে আরেকটিতে রূপান্তর করা যাবে। এই সফটওয়্যারে তথ্য দেওয়ার জন্য দুটি ঘর আছে। ৪০ কিলোবাইটের এই সফটওয়্যার http://hkabir1971.googlepages.com/btc.zip ঠিকানার ওয়েবসাইট থেকে বিনামূল্যে নামানো যাবে।